www.army.mil.bd jobs circular 2022 | বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২

0
192

www.army.mil.bd jobs circular 2022 | বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২: বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার ২০২২ PDF আকারে Download করুন এই পোস্টের মাধ্যমে। সেনাবাহিনীর নতুন এ সার্কুলার গত 12 আগস্ট 2022 তারিখে প্রথম প্রকাশিত হয়েছে। সৈনিক পদের পর এবার ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে পুরুষ ও মহিলা প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় 07 অক্টোবর 2022 তারিখ।

সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী প্রার্থীগণ আবেদন ফরম পূরণ করার নিয়ম জানুন এই পোস্টের মাধ্যমে। এছাড়াও আবেদন করতে কত পয়েন্ট লাগবে এবং মাঠ কবে থেকে শুরু হবে তা এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন। সকল তথ্য সম্প্রতি প্রকাশিত আর্মি সার্কুলার ২০২২ হতে নেওয়া হয়েছে ।

www.army.mil.bd jobs circular 2022 | বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২

আজ থেকে প্রায় ৫০ বছর আগে, ২৬ মার্চ ১৯৭১ সালে বাংলাদেশ সেনা বাহিনী (Bangladesh Army) গঠন করা হয়। এ বাহিনীর নীতিবাক্য হলো “সমরে আমরা শান্তিতে, আমরা সর্বত্র, আমরা দেশের তরে”।

উইকিপেডিয়া (Wikipedia) অনুসারে, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় ২ লক্ষ ৬০ হাজার সামরিক ও ১৩ হাজার ৪ শত ৮ জন অসামরিক লোক রয়েছেন।

এই বাহিনীতে আরোও সার্ভিস ম্যান বৃদ্ধি করা হবে। এজন্য গত ১২ আগস্ট ২০২২ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে।

আর্মি তে জব করতে ইচ্ছুক মহিলা ও পুরুষ প্রার্থীগণ দ্রুত আবেদন করুন। তবে আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ 2022 খুঁজে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য নয়।

এক নজরে সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

  • বাহিনী: বাংলাদেশ সেনাবাহিনী
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১২ আগস্ট ২০২২
  • শূন্যপদের সংখ্যা: নির্দিষ্ট নয়
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান
  • আবেদন ফি: ১,০০০/- টাকা
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ১২ আগস্ট ২০২২
  • আবেদনের শেষ সময়: ০৭ অক্টোবর ২০২২

সেনাবাহিনীতে আবেদন করার যোগ্যতা

বয়স: ০১ জুলাই ২০২৩ তারিখে ১৭-২১ বছর।

জাতীয়তা: জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিতা।

*** বৈবাহিক অবস্থা গোপণ রাখলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম): এইচএসসি পাস।

শারীরিক মান (ন্যূনতম):

শারীরিক যোগ্যতাপুরুষ প্রার্থীদের জন্যমহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা৫ ফুট ৪ ইঞ্চি৫ ফুট ২ ইঞ্চি
ওজন৫৪ কিলোগ্রাম৪৭ কিলোগ্রাম
বুকস্বাভাবিক- ৩০ ইঞ্চি, প্রসারণ- ৩২ ইঞ্চিস্বাভাবিক- ২৮ ইঞ্চি, প্রসারণ- ৩০ ইঞ্চি

আবেদনের অযোগ্যতা

সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার এ উল্লিখিত আবেদনের অযোগ্যতা সমূহ নিম্নে তুলে ধরা হলো-

  • যে কোন ধরণের সরকারী চাকরি হতে অপসারিত বা বরখাস্ত।
  • ISSB কর্তৃক ০২ বার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখাত হলে আবেদন করা যাবে না। তবে ০৫ বছর পূর্বে ০২ বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
  • প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ Diopter এর বেশি এবং বিষমদৃস্টি ১.০ Diopter এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে।
  • সেনা/নৌ/বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত।
  • মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষাসমূহে সর্বমোট ০২ বা দুইয়ের অধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

সেনাবাহিনীতে আবেদন করার নিয়ম

আবেদনের প্রতিটি ধাপ নিম্নে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।

joinbangladesharmy.army.mil.bd লিঙ্ক Visit করুন।
Apply Now বাটনে ক্লিক করুন।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ আবেদন ফরম পেয়ে যাবেন।
উল্লেখ্য, অনলাইনে আবেদনের সময় Bkash/Rocket এর মাধ্যমে আবেদন ফি বাবদ ১,০০০/- টাকা জমা দিতে হবে। কিভাবে আবেদন করবেন বা আবেদন ফি জমা দিবেন সে সংক্রান্ত সকল নির্দেশাবলী আবেদনের সময় পাবেন।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

১২ আগস্ট ২০২২ তারিখে প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার পিডিএফ আকারে Download করতে নিচের বাটনে ক্লিক করুন।

READ MORE: শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Ministry of Industries Job circular