উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | UDDIPAN NGO Job 2022: মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি সনদ প্রাপ্ত (সনদ নং: ০০১২৩-০০৮৪৮-০০০০৩) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা “উদ্দীপন” এ নিম্নলিখিত পদে নিয়ােগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
০১) সিনিয়র প্রােগ্রাম অফিসার ও ব্র্যাঞ্চ ম্যানেজার এমএফপি – ৫০ জন
মাসিক বেতন ও সংস্থার পে-স্কেল ২০২১ এর বেতন স্কেল এর ৬ষ্ঠ ধাপ অনুযায়ী, প্রতি মাসে মােটর সাইকেল ভাতা ২,১০০/- টাকা, দায়িত্বভার ভাতা ৪৫০/- টাকা এবং মােবাইল বিল ৫০০/- টাকার সুবিধা রয়েছে।
প্রার্থীকে যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাশ এবং বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
অভিজ্ঞতা: সুপ্রতিষ্ঠিত জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানে “সঞ্চয় ও ঋণ কার্যক্রমে” শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অধিক অভিজ্ঞতা সম্পন্ন এবং চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল করা হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, নিষ্ঠাবান, আন্তরিক, সময়ানুবর্তি, কঠোর পরিশ্রমী হতে হবে।
উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | UDDIPAN NGO Job 2022
অন্যান্য সুযােগ-সুবিধা ও আনুসঙ্গিক বিষয়সমূহ:
১. উপরে বর্ণিত মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযােগ সুবিধাদি যেমন – কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব বােনাস (দুইটি), বৈশাখী ভাতা কর্মীকল্যাণ তহবিল এবং দূরত্ব ভাতা প্রভৃতি পাবেন।
২. কর্মস্থলঃ উদ্দীপনের কর্ম এলাকা (বাংলাদেশের যে কোন জেলা/পৌরসভা/উপজেলা/ইউনিয়ন/গ্রাম)।
৩, সংস্থার প্রয়ােজনে আবেদনকারীদের সাথে সরাসরি এবং তাৎক্ষনিকভাবে যােগাযােগ করার জন্য সঠিক মােবাইল/টেলিফোন | /যােগাযােগের ঠিকানা এবং খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
৪. আবেদনপত্রের সাথে “উদ্দীপন” এর অনুকূলে ২০০/- টাকার পে-অর্ডার/পােষ্টাল অর্ডার/ডিডি (অফেরতযােগ্য) জমা দিতে হবে।
৫. আবেদনকারীকে সদ্যতােলা ২ কপি পাসপাের্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্রের, অভিজ্ঞতার
সনদের ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং ২ জন পরিচয়দানকারী ব্যক্তির নাম, যােগাযােগের ঠিকানা মােবাইল ও ফোন নম্বর উল্লেখসহ আগামী ২২/০১/২০২২ ইং তারিখের মধ্যে
সৈয়দ মনির হােসেন,
উপ-পরিচালক ও প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ, উদ্দীপন – প্রধান কার্যালয়, বাড়ী নং – ০৯, রােড নং -০১, ব্লক -এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সােসাইটি
লিঃ, রিং রােড, আদাবর, ঢাকা – ১২০৭ বরাবর আবেদন করার জন্য অনুরােধ করা হচ্ছে। |
৬. যােগ্য নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
৭, শুধুমাত্র বাছাইকৃত যােগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে।
UDDIPAN

চলমান সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২:
পিএমকে এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | PMK NGO Job Circular 2022
আরডিআরএস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি | RDRS Bangladesh Job 2022