সৃজনী ফাউন্ডেশন নিয়োগ ২০২২ | Srizony Foundation Job

0
575

সৃজনী ফাউন্ডেশন নিয়োগ ২০২২ | Srizony Foundation Job: “সৃজনী ফাউন্ডেশন” জাতীয় পর্যায়ের একটি বে-সরকারী উন্নয়নমূলক সংস্থা। সংস্থাটি PKSF, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন দেশী বিদেশী দাতা সংস্থার অর্থায়নে ১৯৮৫ সাল থেকে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে। অত্র সংস্থার সঞ্চয় ও ঋণ” কর্মসূচীতে আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত যােগ্যতা ও শর্ত সাপেক্ষে সৎ, মেধাবী, কঠোর পরিশ্রমী ও সুঠাম দেহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

সৃজনী ফাউন্ডেশন নিয়োগ ২০২২ | Srizony Foundation Job

পদের নাম, সংখ্যা, বয়স ও শিক্ষাগত যােগ্যতা:

১. জোনাল ম্যানেজার (MF)- ৮ জন

সর্বোচ্চ বয়সসীমা : ৪০ বছর

স্নাতকোত্তর (কমপক্ষে ২টিতে দ্বিতীয় বিভাগ)

মাসিক বেতন : শিক্ষানবিশকালে ৩৫,০০০/- স্থায়ীকরণের পরে ৪০,০০০/-


অভিজ্ঞতা, দায়িত্ব ও কর্তব্য:

PKSF-এর সহায়তাপুষ্ট সুনামধন্য সংস্থায় সঞ্চয় ও ঋণ কার্যক্রমে ৩০-৩৫ টি শাখা এবং ৭০-৭৫ কোটি
টাকা ঋণস্থিতি পরিচালনার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  • কম্পিউটারে মাইক্রোসফট অফিস, এক্সেল, এমএস ওয়ার্ড-এ পারদর্শী হতে হবে। ,
  • শাখার সঞ্চয় ও ঋণ কার্যক্রম, বায়ােগ্যাস, গৃহঋণ ও সৌর বিদ্যুৎসহ সকল কার্যক্রম সুপারভিশন, মনিটরিং
    এবং মাসিক লক্ষ্যমাত্রা অর্জনসহ ১০০% আদায় নিশ্চিত করতে হবে, ৎ
  • দায়িত্বপ্রাপ্ত এরিয়ার সকল শাখা অফিস সমূহে চলতি বকেয়া ওন্য এবং মেয়াদ উত্তীর্ণ বকেয়া আদায়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী ১০০% আদায় নিশ্চিত করতে হবে।
  • শাখা পর্যায়ে ২৪ দিন রাত্রি অবস্থান করতে হবে।
  • অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য।

২. এরিয়া ম্যানেজার (MF)- ২৫ জন

সর্বোচ্চ বয়সসীমা : ৩৮ বছর

স্নাতকোত্তর (কমপক্ষে ২টিতে দ্বিতীয় বিভাগ)

মাসিক বেতন : শিক্ষানবিশকালে ২৮,০০০/-,স্থায়ীকরণের পরে ৩২,৫০০/-

সৃজনী ফাউন্ডেশন নিয়োগ ২০২২ | Srizony Foundation Job


অভিজ্ঞতা, দায়িত্ব ও কর্তব্য:

  • PKSF-এর সহায়তাপুষ্ট সুনামধন্য সংস্থায় সঞ্চয় ও ঋণ কার্যক্রমে ৫-৭ টি শাখা অফিস পরিচালনার ২
    বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ,
  • কম্পিউটারে মাইক্রোসফট অফিস, এক্সেল, এমএস ওয়ার্ড-এ পারদর্শী হতে হবে।
  • শাখার সঞ্চয় ও ঋণ কার্যক্রম, বায়ােগ্যাস, গৃহঋণ ও সৌর বিদ্যুৎসহ সকল কার্যক্রম সুপারভিশন, মনিটরিং
    এবং মাসিক লক্ষ্যমাত্রা অর্জনসহ ১০০% আদায় নিশ্চিত করতে হবে।
  • সংস্থার নিয়মানুযায়ী সমিতি পরিদর্শন ও সঠিকভাবে ঋণী যাচাই করতে হবে।
  • MIS ও FIS রিপাের্ট প্রস্তুত করতে হবে।

শাখা ব্যবস্থাপক (MF)- ৫০ জন

স্নাতকোত্তর (কমপক্ষে ২টিতে দ্বিতীয় বিভাগ)

সর্বোচ্চ বয়সসীমা : ৩৫ বছর

মাসিক বেতন : শিক্ষানবিশকালে ২২,০০০/-, স্থায়ীকরণের পরে ২৪,০০০/-


অভিজ্ঞতা, দায়িত্ব ও কর্তব্য:

  • চলতি বকেয়া শুন্য এবং মেয়াদ উত্তীর্ণ বকেয়া আদায়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী ১০০% আদায় নিশ্চিত করতে হবে।
  • শাখা পর্যায়ে ২৪ দিন রাত্রি অবস্থান করতে হবে।
  • অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য।
  • PKSF-এর সহায়তাপুষ্ট সুনামধন্য সংস্থায় সঞ্চয় ও ঋণ কার্যক্রমে শাখা অফিস সুষ্ঠভাবে পরিচালনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটারে মাইক্রোসফট অফিস, এক্সেল, এমএস ওয়ার্ড-এ পারদর্শী হতে হবে।
  • শাখার সঞ্চয় ও ঋণ কার্যক্রম, বায়ােগ্যাস, গৃহঋণ ও সৌর বিদ্যুৎসহ সকল কার্যক্রম সুপারভিশন, মনিটরিং , এবং লক্ষ্যমাত্রা অর্জনসহ ১০০% আদায় নিশ্চিত করতে হবে।
  • দক্ষতার সাথে অফিস ও কর্মী পরিচালনা এবং মনিটরিং করতে হবে।
  • সংস্থার নিয়মানুযায়ী সমিতি পরিদর্শন, সদস্য ভর্তি, ঋণী যাচাই করতে হবে।
  • MIS ও FIS রিপাের্ট প্রস্তুত করতে হবে।
  • চলতি বকেয়া শুন্য এবং মেয়াদ উত্তীর্ণ বকেয়া আদায়ের লক্ষমাত্রা অনুযায়ী ১০০% আদায় নিশ্চিত করতে হবে। এছাড়াও সংস্থা কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।
  • অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য।

সৃজনী ফাউন্ডেশন নিয়োগ ২০২২ | Srizony Foundation Job

ক্রেডিট অফিসার (MF)- ১০০ জন

স্নাতক (যে কোন ২টিতে দ্বিতীয় বিভাগ)
সর্বোচ্চ বয়সসীমা : ৩৩ বছর

মাসিক বেতন : শিক্ষানবিশকালে ১৫,৫০০/-, স্থায়ীকরণের পরে ১৮,৫০০/-


অভিজ্ঞতা, দায়িত্ব ও কর্তব্য:

  • অভিজ্ঞতার প্রয়ােজন নেই।
  • সংস্থার নির্ধারিত সমিতি গঠন ও পরিচালনা করতে হবে।
  • লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ, সঞ্চয় ও ঋণ আদায় ১০০% নিশ্চিত করতে হবে।
  • চলতি বকেয়া শুন্য এবং মেয়াদ উর্ত্তীন বকেয়া আদায়ের লক্ষমাত্রা অনুযায়ী ১০০% আদায় নিশ্চিত করতে |
    হবে।
  • সংস্থা কর্তৃক অর্পিত অন্যান্য সাপ্তাহিক দায়িত্ব পালন করতে হবে।
  • সুযােগ সুবিধা ও শিক্ষানবিশকাল (৯ থেকে ১২ মাস) শেষ হলে মূল্যায়নের ভিত্তিতে চাকুরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার নির্ধারিত
  • স্কেলে বেতন ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে (যেমন- ৩নং ও ৪নং পদে আবাসিক সুবিধা, ২টি উৎসব ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ সুবিধা, মােবাইল ও জ্বালানী বিল ইত্যাদি)।

শর্তাবলীঃ

  • ১নং, ২নং ও ৩নং পদের প্রার্থীগণকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মােটরসাইকেল এবং ৪নং প্রার্থীগনকে বাইসাইকেল নিয়ে কর্মস্থলে যােগদান করতে হবে
  • কম্পিউটার জানেন না এমন প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নেই
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
  • ১নং, ২নং ও ৩নং পদের জন্য ৩০০/-টাকা এবং ৪নং পদের জন্য ২০০/- টাকা পরীক্ষার দিন পরীক্ষার ফি বাবদ নগদ টাকা জমা দিতে হবে।
  • অন্যান্য প্রয়ােজনীয় তথ্যঃ আগ্রহী প্রার্থীগণকে স্বহস্তে লিখিত আবেদনপত্র, পূর্ণ জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, নাগরিকত্ব ও জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি এবং প্রার্থীর পরিচিত এমন ২জন বিশিষ্ট ব্যক্তির মােবাইল নম্বর ও পূর্ণ ঠিকানা উল্লেখসহ আগামী ১৫/০১/২০২২খ্রিঃ তারিখের মধ্যে

প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী

“সৃজনী ফাউন্ডেশন”

বরাবর আবেদন করতে হবে। খামের উপরে পদের নাম, মােবাইল/টেলিফোন নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

* আবেদনপত্র পাঠানাের ঠিকানাঃ সহকারী প্রশাসনিক কর্মকর্তা, সৃজনী ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, পবহাটী সড়ক, পবহাটী, ঝিনাইদহ-৭৩০০।

www.srizonyfoundation.org.bd; E-mail: [email protected];

কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

সৃজনী ফাউন্ডেশন নিয়োগ ২০২২ | Srizony Foundation Job

সৃজনী ফাউন্ডেশন নিয়োগ ২০২২ | Srizony Foundation Job

চলমান সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি:

রিসাের্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নিয়ােগ বিজ্ঞপ্তি | RIC NGO Job Circular

গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | GUK NGO Jobs

পিদিম ফাউন্ডেশন নিয়োগ ২০২১ | PIDIM Foundation Job Circular