এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | SKS Foundation Job Circular 2022:এসকেএস ফাউণ্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারী উন্নয়নমূলক সংস্থা যা, ১৯৮৭ সাল থেকে দরিদ্র জনগােষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ সহ (এমআরএ-০১৬২১-০০৫৩৪-০০০৪৫) একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত।
এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | SKS Foundation Job Circular 2022
এসকেএস ফাউণ্ডেশন-এর অধীনে CARE Bangladesh এর সহযােগিতায় গাইবান্ধা জেলার সদর ও সুন্দরগঞ্জ উপজেলায় “Promoting Disaster Ready Inclusive Preparedness towards Adaptation (PRODRIPTA) প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে কর্মী নিয়ােগের জন্য
যােগ্য প্রার্থীদেরকে নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ০২ কপি পিপি সাইজ রঙ্গিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের সত্যায়িত ফটোকপিসহ আগামী ২৩ জানুয়ারী ২০২২ খৃ: তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউণ্ডেশন, কলেজ রােড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা- ৫৭০০ ঠিকানায় ডাক/কুরিয়ার/সরাসরি প্রেরণের আহবান করা যাচ্ছে।
খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
একাধিক পদে আবেদন গ্রহণযােগ্য হবে না।
পদের নাম ও সংখ্যা:
১.প্রজেক্ট ম্যানেজার-(০১ জন)
২.সিনিয়র অফিসার-প্রিপেয়াডনেস ক্যাপাসিটি বিল্ডিং এন্ড ইনােভেশন-(০১ জন)
৩.এ্যাডমিন এ্যান্ড ফিন্যান্স অফিসার-(০১ জন)
৪.ফিল্ড ফ্যাসিলিটেটর-(০৪ জন)

বিস্তারিত বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে ভিজিট করুন: WWW.sks-bd.org/index.php/career