আরডিআরএস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি | RDRS Bangladesh Job 2022

0
775

আরডিআরএস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি | RDRS Bangladesh Job 2022: নিয়ােগ বিজ্ঞপ্তি আরডিআরএস বাংলাদেশ-এর ক্ষুদ্রঋণ কার্যক্রমে (এমআরএ নিবন্ধন নম্বর: ০০১৪৩-০০১৭৫-০০১৯২) নিম্নলিখিত পদসমূহে নিয়ােগ ও নিয়ােগের প্যানেল তৈরীর জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

আরডিআরএস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি | RDRS Bangladesh Job 2022

১. হিসাবরক্ষক

বেতন: প্রতি মাসে সর্বসাকুল্যে ২০,৫৫০/- টাকা।

শিক্ষাগত যােগ্যতা: কমপক্ষে বিকম/ বিবিএস/ বিবিএ পাস। অন্যান্য যােগ্যতা: এমএস অফিস-এ কাজ
করার অভিজ্ঞতা থাকতে হবে। ই-মেইল ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শীতা থাকতে হবে।

২. ক্ষুদ্রঋণ সংগঠক

বেতন: প্রতি মাসে সর্বসাকুল্যে ১৮,০০০/- টাকা। (রংপুর ও রাজশাহী বিভাগের
অন্তর্গত অধিবাসীদের আবেদন করার প্রয়ােজন নেই)।

শিক্ষাগত যােগ্যতা: স্নাতক পাশ। সংক্ষিপ্ত কর্ম-দায়িত্ব: সমাজের পিছিয়ে পড়া জনগােষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে উপযুক্ত সদস্য নির্বাচন, সামাজিক সচেতন ক্ষুদ্রঋণ প্রদান, ঋণের কিস্তি ও সঞ্চয়
আদায় ইত্যাদি ক্ষেত্রে ভূমিকা রাখা।

উভয় পদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল (ছয় মাস)।

সুবিধাসমূহ: গ্র্যাচুইটি, ২টি উৎসব ভাতা, চিকিৎসা সহায়তা, মােবাইল বিলসহ চাকুরি নিশ্চিতকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেলে সংস্থার এইচআর ম্যানুয়াল অনুযায়ী বেতন এবং প্রভিডেন্ট ফান্ড সুবিধাদি প্রদান করা হবে।

নির্বাচিত প্রার্থীর পিতা/মাতা/আইনানুগ অভিভাবকগণকে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প-এ জামিনদার হিসেবে কর্মীর পক্ষে সংস্থার নিকট অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে । কম্পিউটার জানা ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।

আবেদনের শর্তাবলী:

প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (মােবাইল নম্বরসহ), ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র আগামী ১৭ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে প্রধান (মানবসম্পদ), আরডিআরএস বাংলাদেশ, বাড়ি নং-৪৩, রােড নং-১০, সেক্টর নং-৬, উত্তরা, ঢাকা এই ঠিকানায় পাঠাতে হবে।

খামের উপর পদের নাম স্পষ্টাক্ষরে লিখতে হবে।

যােগ্যতাসম্পন্ন নারী প্রার্থীদেরকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে। আরডিআরএস একটি ধূমপানমুক্ত কর্মপরিবেশ সৃষ্টিতে বদ্ধপরিকর।

আরডিআরএস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি | RDRS Bangladesh Job 2022

RDRS Bangladesh

আরডিআরএস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি | RDRS Bangladesh Job 2022

চলমান সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি:

জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | JCF NGO Job

বাসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BASA Foundation