পিএমকে এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | PMK NGO Job Circular 2022:পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে লােক নিয়ােগ করা হবে।
পিএমকে এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | PMK NGO Job Circular 2022
পদের নাম ও সংখ্যা:
১. ক্রেডিট অফিসার- ২০০ জন
২. ফিল্ড অফিসার- ২০০ জন
৩. একাউন্টস্ অফিসার-II- ৫০ জন
নির্বাচিত প্রার্থীদের চাকুরীতে যােগদানের পূর্বে প্রশিক্ষণকালীন ১৫ (পনের) দিন ফ্রি খাবারসহ একক আবাসন সুবিধা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের ১ (এক) বৎসরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়ােগ দেওয়া হবে।
শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামােভূক্ত করাসহ পি.এফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বােনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, কর্মএলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা, বৎসরান্তে নির্ধারিত।
অভােগকৃত ছুটি নগদায়ন, প্রতি বৎসর ১০% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান এবং চট্টগ্রাম জেলায় নিয়ােগপ্রাপ্তদের সংস্থার নিয়ম অনুযায়ী বছরে ০৩ টি দুরত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। |
আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়ােজনীয় কাগজপত্র (শিক্ষাগত যােগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অভিজ্ঞতা) এবং সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি (সত্যায়িতসহ)
প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবাে, আশুলিয়া, ঢাকা এই ঠিকানায় আগামী ২০.০১.২০২২ তারিখের মধ্যে ডাকযােগে/কুরিয়ার সার্ভিসে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরােধ করা হলাে।
আবেদনপত্রে অবশ্যই মােবাইল নম্বর এবং খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যােগ্য প্রার্থীদের নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান করা হবে। শর্তাবলীঃ সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা (অফেরতযােগ্য) নগদে প্রদান করতে হবে।
চাকুরীতে যােগদানের সময়ে মােট বেতনের সমপরিমান টাকা জামানত হিসেবে জমা দিতে হবে; যা চাকুরী শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরৎযােগ্য।
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
নােটঃ নিয়ােগের ক্ষেত্রে নারী/পুরুষ প্রার্থীকে সম-সুযােগ প্রদান করা হবে। ধুমপায়ীদের আবেদন করার প্রয়ােজন নেই।

Palli Mongal Karmosuchi (PMK)
পিএমকে এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | PMK NGO Job Circular 2022
All NGO Job Circular 2022:
আরডিআরএস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি | RDRS Bangladesh Job 2022