ঔষধ কোম্পানিতে চাকরি ২০২২ | Pharmaceutical Job Circular 2022: বর্তমানে বাংলাদেশে চাকরির বাজার অত্যন্ত খারাপ, এই সময়ে দেশের চাকরির বাজারে অত্যন্ত ভূমিকা পালন করছেন ফার্মাসিটিক্যালস অর্থাৎ ওষুধ কোম্পানির চাকরি । আমরা প্রায়ই হাসপাতাল প্রাঙ্গণে কিংবা মাঠে মার্কেটে তাদেরকে দেখতে পাই, তাদের কোম্পানির ওষুধের প্রমোশন সহ যাবতীয় কাজে তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় । বলা যায় বাংলাদেশের শিক্ষিতদের একটা বড় অংশ ঔষধ কোম্পানির চাকরির উপর নির্ভরশীল । আজ থেকে জবসিটি24.com নিয়মিত ওষুধ কোম্পানির চাকরির খবর গুলো আপনাদের সাথে শেয়ার করব ।
ঔষধ কোম্পানিতে চাকরি ২০২২ | Pharmaceutical Job Circular 2022
১. নেপচুন ল্যাবরেটরীজ লিঃ নিয়োগ
দ্রুত সম্প্রসারণশীল আন্তর্জাতিক মানের জিএমপি সার্টিফাইড ন্যাচারাল ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেপচুন ল্যাবরেটরীজ লিঃ এর সমগ্র দেশব্যাপী বিপণন কার্যক্রমকে আর উদ্যমী, আত্মপ্রত্যয়ী ও পরিশ্রমী প্রার্থীদের আকর্ষণীয় বেতন ভাতাদি প্রদানের ভিত্তিতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
পদ: মেডিকেল প্রমােশন অফিসার।
যােগ্যতাঃ স্নাতক/সমমান/স্নাতকোত্তর (যে কোন বিভাগ)। * প্রার্থীকে বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ও বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
সুবিধা সমূহ:
ইনসেনটিভ এচিভমেন্ট পলিসি।
বাত্সরিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনকারীদের বিদেশ ভ্রমনের সুযােগ।
ভাল পারফরমারদের পদোন্নতির সুযােগ ও আনুসঙ্গিক সুবিধা কোম্পানীর নিয়মানুযায়ী।
পদঃ এরিয়া ম্যানেজার
যােগ্যতা: স্নাতক।
বয়স ও সর্বোচ্চ ৪৫ বছর।
অভিজ্ঞতাঃ কোন প্রেসক্রিপশন ওরিয়েন্টেড ঔষধ কোম্পানীতে কমপক্ষে ২-৩ বৎসর এরিয়া ম্যানেজার অথবা সিনিয়র এমপিও হিসাবে ৪-৫ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদঃ রিজিওনাল সেলস ম্যানেজার
যােগ্যতাঃ স্নাতকোত্তর/স্নাতক। বয়স : সর্বোচ্চ ৫০ বছর।
অভিজ্ঞতাঃ কোন প্রেসক্রিপশন ওরিয়েন্টেড ঔষধ কোম্পানীতে রিজিওনাল সেলস ম্যানেজার অথবা সিনিয়র এরিয়া ম্যানেজার হিসাবে ৩-৪টি এরিয়ায় কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
The 16 Worst Steroid Side Effects in Bodybuilding – Steroidly modalert 200 australia provironum tablet for bodybuilding, proviron benefits | profileআগ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্ব-হস্তে লিখিত আবেদনপত্র, পূর্ণ জীবন-বৃত্তান্ত, সদ্য তােলা তিন কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যােগ্যতার সনদসহ (মূল ও ফটোকপি) মেডিকেল প্রতিনিধি ও মেডিকেল প্রমােশন অফিসারগণ আগামী ২৫/১২/২০২১ইং থেকে ৩০/১২/২০২১ইং তারিখের মধ্যে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত নিম্নলিখিত ঠিকানায় সরাসরি মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
এরিয়া ম্যানেজার ও রিজিওনাল সেলস ম্যানেজারগণ সরাসরি অথবা প্রধান কার্যালয়ের ঠিকানায় কুরিয়ার সার্ভিস বা ই-মেইল [email protected] এর মাধ্যমে আবেদন পত্র পাঠাবেন। প্রধান কার্যালয় ও ২৫, ব্লক-ডি, লালমাটিয়া (খেলার মাঠ সংলগ্ন), মােহাম্মদপুর, ঢাকা-১২০৭।
গাজীপুর ও লুসা ভিলা, হাউজ নং- ৬৩৪, (মেডিপ্যাথ হাসপাতালের পার্শ্বে), গ্রেট ওয়াট সিটি নলজানী, চান্দনা চৌরাস্তা, গাজীপুর। মােবা: ০১৯৩৮৮৮৫০১৭
ময়মনসিংহ ৪ ৫/বি, আর, কে মিশন রােড, ময়মনসিংহ। মােবাঃ ০১৯৩৮৮৮৫০৬৫
কুমিল্লা ও মনােয়ারা মঞ্জিল,হােল্ডিং নং-২১১/৬, পশ্চিম বাগিচাগাঁও, নীলয় সােসাইটি, স্টেশন রােড, কুমিল্লা। মােবা: ০১৯৩৮৮৮৫২৭০
ও নীলয় ভিলা (নীচ তলা), বনবিভাগ সংলগ্ন, গােহাইল রোড, কৈগাড়ী, বগুড়া।
ঔষধ কোম্পানিতে চাকরি ২০২২ | Pharmaceutical Job Circular 2022
মােবাঃ ০১৯৩৮৮৮৫১৭২ রাজশাহী ও ২২৩/৩, পদ্ম আ/এ, (নীচ তলা), বােয়ালীয়া, রাজশাহী। মােবা: ০১৯৩৮৮৮৫৩৩০
দিনাজপুর ও গণেশ তলা পেট্রোল পাম্প সংলগ্ন, দিনাজপুর। মােবা: ০১৯৩৮৮৮৫৩৩৫
খুলনা পাওয়ার হাউজ মােড়ের পূর্ব পার্শ্বে, সিটি কর্পোরেশন মার্কেটের ২য় তলা, খুলনা। মােবা: ০১৯৩৮৮৮৫০৭০
নির্বাচিত প্রার্থীদের ঢাকায় চার সপ্তাহ প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যয় কোম্পানী বহন করবে।
নেপচুন ল্যাবরেটরীজ লিঃ
সার্কুলার:১

সার্কুলার:২

ঔষধ কোম্পানিতে চাকরি ২০২২ | Pharmaceutical Job Circular 2022
দেশের আরেক জনপ্রিয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি SK+F এসকেএফ নিয়োগ করবে
মেডিকেল সার্ভিস অফিসার
বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়মনুযায়ী যোগাযোগ করুন।


উন্নত প্রডাক্ট উৎপাদন করে উন্নত জীবন লিড করতে কাজ করছে জনপ্রিয় কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যাল লিঃ ।
ঔষধ কোম্পানিতে চাকরি ২০২২ | Pharmaceutical Job Circular 2022
আরো নিয়োগ বিজ্ঞপ্তি:
পিকেএসএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | PKSF Job circular
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Bd Army Job Circular