এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | MSS NGO Job Circular 2022

0
769

এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | MSS NGO Job Circular 2022:মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা ১৯৭৪ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমােচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থায় প্রায় ১৫০টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে। এই ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিমােক্ত পদে কর্মী নিয়ােগের জন্য দক্ষ, সৎ, উদ্যমী এবং কর্মঠ আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

চাকরির ধরনবেসরকারি চাকুরি
জেলাসকল জেলা
চাকরি দাতা প্রতিষ্ঠানএমএসএস
অফিসিয়াল সাইটhttp://www.mssbd.org/
মোট পদ০৭টি
পদের সংখ্যা৪৭৮ টি
বয়সনির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতাস্নাতক
আবেদনের শেষ তারিখ১৫/০২/২০২২
আবেদনের মাধ্যমডাকযোগে
এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | MSS NGO Job Circular 2022

অন্যান্য শর্তাবলী:

(১) সকল পদে শিক্ষানবিশকাল ৬ মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে

(২) ১-৫নং পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রার্থীর যােগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে

(৩) যে কোনাে পদে নির্বাচিত অধিক যােগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলােচনা সাপেক্ষে

(৪) ১নং পদ ব্যতীত সকল পদের প্রার্থীকে সংস্থার যে কোনাে কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে

(৫) ২-৫নং পদের প্রার্থীদের মােটরসাইকেল চালানাে বাধ্যতামূলক এবং ৬ ও ৭নং পদের প্রার্থীদের বাই-সাইকেল চালানাের মানসিকতা থাকতে হবে

(৬) সকল প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যিক

(৭) যােগদানের সময় ১নং পদ ব্যতীত সকল পদের নির্বাচিত প্রার্থীর পক্ষে মা/বাবা/আপন ভাই/বােন/নিকটতম আত্মীয় কর্তৃক দুইজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে এবং সংস্থার নিয়মানুযায়ী ৫নং পদের প্রার্থীকে ১৫,০০০/- এবং ৬ ও ৭নং পদের প্রার্থীকে ১০,০০০/- টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা সংস্থা ত্যাগকালে সংস্থায় প্রচলিত নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরৎ প্রদান করা হবে।

এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | MSS NGO Job Circular 2022

অন্যান্য সুযােগ-সুবিধা: উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী নিরাপত্তা তহবিল, মােটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, মােবাইল ফোন ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু/দুর্ঘটনাজনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, বাই-সাইকেল/ মােটরসাইকেলের সুদবিহীন ঋণ সুবিধাসহ সংস্থার বিধি মােতাবেক অন্যান্য সুযােগ-সুবিধা প্রযােজ্য হবে।

চূড়ান্ত নির্বাচিত নারী প্রার্থীদের পার্শ্ববর্তী উপজেলায় এবং পুরুষ প্রার্থীদের পাশ্ববর্তী জেলায় পােস্টিং দেয়া হবে (সুযােগ থাকা সাপেক্ষে)।

আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের আগামী ১৫/০২/২০১২ইং তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্তসহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তােলা এক কপি পাসপাের্ট সাইজ রঙ্গীন ছবিসহ “নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), সেল সেন্টার (৪র্থ তলা), ২৯, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫” বরাবর আবেদন করতে হবে।

আবেদনপত্র ও খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এই নিয়ােগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েব সাইট www.mssbd.org/career এ পাওয়া যাবে। এমএসএস নারীদের সম-সুযােগ প্রদান করে।