বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ ২০২২ | Macademy Job Circular 2022: বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের নিম্নোক্ত শূন্যপদ পূরনের জন্য বাংলাদেশী স্হায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, পদের বিবরণ নিম্নরূপঃ
১। সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
২ | স্কালিয়ান (গ্রেড-২০)
শর্তাবলীঃ
ক। মেরিন একাডেমির ওয়েবসাইট www.macademy.gov.bd থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমী, চট্টগ্রাম এর বরাবরে আবেদন করে আগামী ২৮,০২,২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।
১নং পদের ক্ষেত্রে ১০০/- (একশত) টাকা ও ২ নং পদের ক্ষেত্রে ৫০/- (পঞ্চাশ) টাকা কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের অনুকুলে সােনালী ব্যাংক লি: বাংলাদেশ ব্যাংকে ট্রেজারী চালানের মাধ্যমে কোড নং ১-৫২৩৭-০০০১-২৬৮১ তে জমা করে চালানের মূল কপি আবেদনের সাথে জমা দিতে হবে।
খ। আবেদনপত্র প্রেরণের খামের উপরের অংশে আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। ২৮.০২.২০২২ তারিখে বয়সসীমাঃ ১৮ হতে ৩০ বছর। মুক্তিযােদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি আবেদন পত্রের সাথে দিতে হবে।
গ। সল জেলার মুক্তিযােদ্ধামুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র কন্যা, এতিমখানার নিবাসী, প্রতিবন্ধী, মহিলা, উপজাতীয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আবেদন করতে পারবেন (এক্ষেত্রে যথাযথ সনদ দাখিল করবেন)।
বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ ২০২২ | Macademy Job Circular 2022
ঘ। আবেদনপত্রের সাথে সদ্য তােলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (নূন্যতম ০৯ মেড গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত এবং নামসহ সীল মোহরযুক্ত হতে হবে) এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধ সনদের অনুলিপি অবশ্যই আবেদন পত্রের সাথে সংযােজিত করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় অবশ্যই ইউনিয়ন পরিষদপৌরসভা চেয়ারম্যান সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কমিশনার কর্তৃক স্থায়ী নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যােগ্যতা, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধ এবং অভিজ্ঞতাসহ সকল সনদ পত্রের মূল কপি ও নূন্যতম ০৯ গ্রেড গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ (নামযুক্ত সীলমােহরসহ) দাখিল করতে হবে।
ঙ। ০১ (এক) টি ৯x৪” ইঞ্চি যেরত খামে অবশ্যই ১০/- (দশ) টাকার ডাক টিকিটসহ প্রার্থীর বর্তমান ঠিকানা অথবা যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে ইক, তা উল্লেখ পূর্বক আবেদন পত্রের সাথে প্রেরণ করতে হবে।
চ। আবেদনকারীর নিকট আত্নীয় (বাবা, মা, ভাই ও অবিবাহিত বােন), মেরিন একাডেমিতে চাকুরী করলে তার বিস্তারিত বিবরণ আবেদনকারীর স্বাক্ষরসহ অঙ্গীকারনামা সঙ্গে দিতে হবে। অঙ্গীকারনামা ফরমটি Www.macademy.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।
ছু। অসম্পূর্ণ ও ক্রটিপূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।
জ। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৪ অক্টোবর ২০১৮ তারিখের বিধি-বিধান ও সরকারি অন্যান্য বিধি বিধান অনুসরণ করা হবে।
ঝ। সরকারী, আধা-সরকারী এবং স্বায়ত্তশাসিত সংস্থায় চাীরত প্রার্থীদেরকে স্ব স্ব কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।।
এ। এ নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ দরখাস্তকারীর সাক্ষাৎকার নিতে কিংবা প্রার্থীত পদে নিয়ােগ প্রদান করতে বাধ্য নয়।
ট। নিয়ােগের ক্ষেত্রে কোন ব্যক্তি যদি টাকা লেনদেন করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চাকুরির জন্য কোন সুপারিশ গ্রহণযােগ্য হবে না। এ বিষয়ে নিয়ােগকারী/কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ ২০২২ | Macademy Job Circular 2022

শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Shakti Foundation Job Circular 2022
প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নিয়োগ | PRISM Bangladesh Foundation Job Circular 2022