হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব রথযাত্রা। আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়ায় জগন্নাথদেবের স্মরণে এই উৎসব উদযাপিত হয়। জগন্নাথদেবকে ভগবান বিষ্ণুর অবতার শ্রী কৃষ্ণের রূপ মনে করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা বিশ্ব বিখ্যাত। তবে আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি স্থানের রথযাত্রা প্রসিদ্ধ।
Jagannath Rath Yatra 2022
চলুন জেনে নেওয়া যাক, ২০২২ সালের রথযাত্রার দিনক্ষণ এবং এই উৎসবের গুরুত্ব –
রথযাত্রার তিথি ও শুভক্ষণ চলতি বছর ১ জুলাই, শুক্রবার পালিত হতে চলেছে জগন্নাথ রথযাত্রা। এ দিন রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
দ্বিতীয়া তিথি শুরু – ৩০ জুন, বেলা ১০টা ৪৯ মিনিটে।
দ্বিতীয়া তিথি শেষ – ০১ জুলাই, দুপুর ১টা ০৯ মিনিটে।
এরপর উল্টো রথ হবে ৯ জুলাই।
সে দিন মাসির বাড়ি থেকে তিন দেব-দেবী ফিরবেন জগন্নাথ মন্দিরে।
রথযাত্রার গুরুত্ব
হিন্দু ধর্মে জগন্নাথ রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। এ দিন ওড়িশার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দিরে দেশ-বিদেশ থেকে আসা লাখ লাখ ভক্তের সমাগম হয়। বিশ্বাস করা হয়, জগন্নাথ রথযাত্রায় অংশগ্রহণকারী ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ, বেদনা, যন্ত্রণার অবসান ঘটে এবং মোক্ষ লাভ হয়। আরও বলা হয় যে, এই রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্তরা একশত যজ্ঞ করার ফল লাভ করেন। হিন্দুশাস্ত্র মতে, রথের দড়ির স্পর্শে (দড়ি টানলে) পুণ্য লাভ হয়।
কবে জগন্নাথ রথযাত্রা উদযাপন করা হয়?
প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা আয়োজিত হয়। এ দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে ভিন্ন ভিন্ন রথে বসিয়ে শোভাযাত্রা সহকারে গুণ্ডিচা নামক মন্দিরে তাঁদের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়।
জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দির। জগন্নাথ ভক্তরা তিন ভাইবোনের রথ টেনে গুন্ডিচায় নিয়ে যান। এর পর আষাঢ় শুক্লপক্ষের দশমী তিথিতে তিনজনকেই আবার নিজ নিজ স্থানে ফিরিয়ে আনা হয়। রথে চড়ে জগন্নাথদেবের এই গমন ও প্রত্যাগমনকেই সোজা রথ এবং উল্টো রথ বলা হয়।