গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | GUK NGO Jobs: গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জেলায় ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্রবান্ধব গাক চক্ষু হাসপাতাল, সৌর বিদ্যুৎ, কৃষি, মৎস ও প্রাণিসম্পদ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকিহাসকরণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সংস্থার ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়ােগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | GUK NGO Jobs
১| এরিয়া ম্যানেজার
পদ সংখ্যা ১০টি। বয়স সর্বোচ্চ ৪৫ বছর ।
শিক্ষাগত যােগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর/সমমান। সংশ্লিষ্ট অথবা সমপদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসহ ন্যূনতম ৭-৮টি শাখায় ২৫-৩৫ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন সর্বসাকুল্যে ৪৬,৯৩৭/- টাকা (মােটরসাইকেলের জ্বালানী বিল, মােবাইল বিল, লাঞ্চ ভাতা ও সিপিএফসহ)। এছাড়াও মাসিক রাত্রী যাপন ভাতা ৪,৫০০/- থেকে ৫,০০০/- টাকা প্রাপ্য হবেন।
২। শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা ৭০টি। বয়স সর্বোচ্চ ৪০ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর/সমমান। ঋণ কর্মসুচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৪,৭৩৪/- টাকা (মােটরসাইকেলের জ্বালানী বিল, মােবাইল বিল, লাঞ্চ ভাতা ও সিপিএফসহ)। এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে ।
৩। এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসার
পদ সংখ্যা ১০০টি। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ নূ্যনতম বিকম/বিবিএস। শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন হিসাব সংক্রান্ত যাবতীয় আর্থিক লেনদেন পরিচালনা করতে হবে ।
গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | GUK NGO Jobs
৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ১২,০০০/| টাকা । চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২১,৯৩৭/-টাকা (মােবাইল বিল, লাঞ্চ ভাতা ও সিপিএফসহ)। এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল প্রযােজ্য হবে না এবং যােগদানের পর হতে মাসিক বেতন সর্বসাকুল্যে ২১,৯৩৭/-টাকা প্রাপ্য হবেন ।
৪। ফিল্ড অফিসার
পদ সংখ্যা ৭০০টি। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ স্নাতক/সমমান । মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২৩,১৩৭/-টাকা (মােটরসাইকেলের জ্বালানী বিল, মােবাইল বিল, লাঞ্চ ভাতা ও সিপিএফসহ)।
এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল প্রযােজ্য হবে না এবং যােগদানের পর হতে মাসিক বেতন সবর্সাকুল্যে ২৩,১৩৭/-টাকা প্রাপ্য হবেন।
৫। লিগ্যাল অফিসার
পদ সংখ্যা ৪টি। বয়স সর্বোচ্চ ৪০ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ এলএলবি/এলএলএম পাশ। ঋণ কর্মসূচিতে আইন সহায়তা কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
মাসিক বেতন সর্বসাকুল্যে ২৫,০০০/- থেকে ৩০,০০০/- টাকা (মােটরসাইকেলের জ্বালানী বিল, মােবাইল বিল, লাঞ্চ ভাতা ও সিপিএফসহ)। এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে।
কর্মস্থলঃ সংস্থার আঞ্চলিক অফিস সমূহে।
১, ২ ও ৪ নং পদের প্রার্থীকে মােটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। সকল পদের প্রার্থীদের কম্পিউটারে অফিস প্রােগ্রাম ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে।
উল্লেখ্য, সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বৈশাখী ভাতাসহ বছরে ৩টি উৎসব ভাতা, গ্রাচুইটি, দূরত্ব ভাতা, সিটি এলাউন্স, লীভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন।
গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | GUK NGO Jobs
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জানুয়ারী ২০২২ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, মােবাইল নম্বর, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন, ২ জন পরিচয় প্রদানকারীর (আত্নীয় নন এমন ব্যক্তি) নাম এবং মােবাইল নম্বর, আবেদন পত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখসহ
সহকারী পরিচালক,
মানব সম্পদ বিভাগ,
গ্রাম উন্নয়ন কর্ম (গাক),
প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মােবাইল ফোন/এসএমএস এর মাধ্যমে জানানাে হবে। সকল পদে ঢাকা, চট্রগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে ।
বিঃ দ্রঃ নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ঢাকা, কুমিল্লা, কালিয়াকৈর, কুষ্টিয়া, যশাের এবং বগুড়ায় অনুষ্ঠিত হবে। এমআরএ সনদ নং-০২৭৬১-০৩১৯৬-০০২৭৩, সংস্থা সম্পর্কে বিস্তারিত জানতে www.guk.org.bd অথবা www.facebook.com/guk.org.bd ভিজিট করুন।

চলমান সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি:
পিদিম ফাউন্ডেশন নিয়োগ ২০২১ | PIDIM Foundation Job Circular
মানবিক সাহায্য সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি | MSS NGO Job Circular