ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিয়োগ | DMTCL Job Circular 2022

0
645

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিয়োগ | DMTCL Job Circular 2022:শতভাগ সরকারি মালিকানাধীন Dhaka Mass Transit Company Limited (DMTCL)-এর আওতায় জুলাই ২০১৯ হতে ডিসেম্বর ২০২৮ মেয়াদে বাস্তবায়নাধীন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দার্ন রুট এর নিম্নলিখিত শূন্য পদসমূহ প্রকল্প মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে কোম্পানির আকর্ষণীয় বেতন স্কেলে নিম্নেবর্ণিত যােগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিয়োগ | DMTCL Job Circular 2022

পদের নাম, সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা:

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিয়োগ | DMTCL Job Circular 2022
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিয়োগ | DMTCL Job Circular 2022
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিয়োগ | DMTCL Job Circular 2022

শর্তসমূহ:

১। শুধুমাত্র প্রকল্প মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়ােগ করা হবে। তবে Dhaka Mass Transit Company Limited (DMTCL)-এ শূন্য পদ থাকা সাপেক্ষে কর্মসক্ষমতা ও দক্ষতার ভিত্তিতে নিয়ােগে অগ্রাধিকার পাবেন।

২। প্রার্থীকে Dhaka Mass Transit Company Limited (DMTCL)-এর নির্ধারিত চাকুরীর আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমের নমুনা Dhaka Mass Transit Company Limited (DMTCL)-এর ওয়েবসাইট www.dmtcl.gov.bd হতে সংগ্রহ করা যাবে।

Bodybuilding Options buying testosterone injections female bodybuilding results, oksana grishina – mimartshop.com

৩। নিয়ােগ বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইট www.bangladesh.gov.bd, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইট www.rthd.gov.bd এবং Dhaka Mass Transit Company Limited (DMTCL) এর ওয়েবসাইট www.dmtcl.gov.bd হতে সংগ্রহ
করা যাবে।

৪। আবেদনপত্রের সাথে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (কর্মকর্তার নাম ও সীলযুক্ত) কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবেঃ

(ক) সাম্প্রতিক তােলা পাসপাের্ট সাইজের ০৩(তিন) কপি রঙিন ছবি;

(খ) জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপি;

(গ) সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ছায়ালিপি; এবং

(ঘ) প্রার্থীর নিজ এলাকার স্থানীয় পরিষদ প্রধান (যেমনঃ সিটি কর্পোরেশন মেয়র বা কাউন্সিলর, পৌরসভার মেয়র বা কমিশনার অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের ছায়ালিপি।।

৫। আবেদনপত্রের সাথে আবেদনকারীকে অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সংযুক্ত করতে হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিয়োগ | DMTCL Job Circular 2022

৬। শিক্ষাক্ষেত্রে কোনাে পর্যায়ে ৩য় শ্রেণী/বিভাগ এবং সমমানের সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়ােজন নেই।

৭। পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য) সােনালী | ব্যাংকের যে কোনাে শাখা হতে করে মূল কপি (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

৮। প্রার্থীদের ০২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়স ১৮ হতে ৩২ বছর। বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।

৯। প্রতিবন্ধী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে সনদপত্র গ্রহণ করে উহার ছায়ালিপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (কর্মকর্তার নাম ও সীলযুক্ত) কর্তৃক সত্যায়িত করে আবেদনের সঙ্গে দাখিল করতে হবে। পদের কর্মের প্রকৃতিগত কারণে কোন কোন পদে প্রতিবন্ধী প্রার্থী নিয়ােগ করা যাবে তা
কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

১০। বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যাকে পিতা/মাতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রমাণকের ছায়ালিপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (কর্মকর্তার নাম ও সীলযুক্ত) কর্তৃক সত্যায়িত করে আবেদনের সঙ্গে দাখিল করতে হবে।

১১। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

১২। আবেদন করার সময় অবশ্যই পদের গ্রুপের নাম উল্লেখ করতে হবে। [যেমন-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) বা সহকারী প্রকৌশলী (সিভিল) বাসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) [ওসিএস/বিই] বা সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) [এএফসি/এসএন্ডটি] বা সহকারী প্রকৌশলী (সিএসই)
(আইসিটি) বা সহকারী প্রকৌশলী (মেটেরিয়ালস এন্ড মেটালারজিক্যাল) বা সহকারী প্রকৌশলী (আর্কিটেকচার) বা নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা]।

১৩। একজন প্রার্থী ০১(এক)টি গ্রুপের বিপরীতে আবেদন করলে ঐ গ্রুপের সকল পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন। গ্রুপের যে কোনাে পদে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে নিয়ােগ করা হবে।

১৪। খামের উপর বাম দিকে পদের গ্রুপের নাম [যেমন: সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ইত্যাদি] এবং নিয়ােগ বিজ্ঞপ্তি-৫ এন ২ উল্লেখ করতে হবে।

১৫। সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত/কোম্পানি/প্রকল্পে কর্মরত আগ্রহী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনাে অগ্রিম কপি | গ্রহণযােগ্য হবে না।

১৬। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ডাকা হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ
প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

১৭। কোনাে পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনাে টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৮। চূড়ান্তভাবে মনােনীত প্রার্থীকে কোম্পানির নির্ধারিত চিকিৎসক/চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্যপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিয়োগ | DMTCL Job Circular 2022

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা | Saptahik chakrir khobor potrika 4 February 2022

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২ | Police Constable Job Circular 2022

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ | BARI Job Circular 2022