কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নিয়োগ ২০২২ | CODEC NGO Job: জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক) এর কর্মএলাকা চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, নােয়াখালী, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, বাগেরহাট এবং খুলনা অঞ্চলের ১০৭ টি শাখার অধীনে ক্ষুদ্রঋণ কার্যক্রম (এম আরএ সনদ নং ০১৭৮১-০০০৪৮০০১০৩) পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে, কোডেক অন্যান্য উপকূলীয় জেলাযু কাজ সম্প্রসারণ করতে যাচ্ছে:
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নিয়োগ ২০২২ | CODEC NGO Job
পদের নাম : ক্রেডিট অফিসার
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা : ন্যূনতম এইচ এস সি
বয়স : ২৫-৩৫
সর্বসাকুল্যে বেতন :
প্রশিক্ষণকাল হবে ১ মাস প্রশিক্ষণকালীন সময়ে বেতন হবে সর্বসাকুল্যে ১১০০০ টাকা । প্রশিক্ষণকাল শেষে শিক্ষানবীশকালে বেতন হবে ১৪,০০০ টাকা । ৫ মাস ক্রেডিট পর শিক্ষানবীশকালীন শেষে চাকুরী
নিয়মিতকরণের পর সংস্থারবিধি অনুযায়ী মূল বেতন হবে ১৮,৪২৫ টাকা।
এছাড়াও পি.এফ, গ্র্যাচুইটি, ছুটি নগদায়ন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং গ্রুপ ইস্যুরেন্সসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে ।
আগ্রহী প্রার্থীদের সদ্য তােলা দুই কপি পাসপাের্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যােগাযােগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখ পূর্বক আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত আগামী ০৯ জানুয়ারী, ২০২২ ইং তারিখের মধ্যে
নির্বাহী পরিচালক বরাবরে-কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), কোডেক ভবন , প্লট # ২, রােড # ২, লেক ভ্যালী আ/এ, হাজী জাফর আলী রােড, ফয়েজলেক, চট্টগ্রাম-৪২০২।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যােগাযােগ করা হবে।
আবেদনপত্রের/খামের উপর আবেদনকৃত পদ এবং নিজ জেলা উল্লেখ করতে হবে ।

About CODEC
চলমান এনজিও চাকরির খবর ২০২২:
পিকেএসএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | PKSF Job circular