বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BPC Job Circular 2022

0
546

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BPC Job Circular 2022: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদে সরাসরি নিয়ােগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BPC Job Circular 2022

চাকরির ধরনসরকারি চাকুরি
চাকরি দাতা প্রতিষ্ঠানবাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন
অফিসিয়াল সাইটhttp://bpc.gov.bd
মোট পদ০৬ টি
পদের সংখ্যা০৮ টি
আবেদনের শেষ তারিখ২৬/০২/২০২২
আবেদনের মাধ্যমঅনলাইন
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BPC Job Circular 2022

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা | Saptahik chakrir khobor potrika 21 January 2022

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২২ | Railway Job Circular 2022

Online এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ

ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে http://bpc.teletalk.com.bd. এ আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা নিম্নরুপ:

1) Online •তমাবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়ঃ ২৭/০১/২০২২ ঘি: সকাল ১০:০০ টা।

II) Online আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২৬/০২/২০২২ খ্রি: বিকাল ৫:০০ টা। উক্ত সময়ের মধ্যে User ID. প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) Pixel ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ) Online আবেদনেপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পুবেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

গ) প্রার্থীর Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ৩১ কপি জমা দিবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষায় ফি প্রদান;

ক) Online এ আবেদনপত্র (Application form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতাে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BPC Job Circular 2022

নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন।

Applicant’s copy তে একটি User ID তে নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১ নং থেকে ৪নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২৫০/-(দুইশত পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৩০ (ত্রিশ) টাকা মােট ২৮০/- (দুইশত আশি) টাকা; ৫ ও ৬ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি

বাবদ ১০০/-(একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ (বার) টাকা মােট ১১২/- (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, “Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
১ম SMS: BPC User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

২য় SMS: BPC Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

খ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bpc.teletalk.com.bd অথবা বিপিসি’র WWW.bpc.gov.bd ওয়েব সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে

জানানাে হবে। Online আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

গ) SMS এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র download পূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

ঘ) শুধু Teletalk prepaid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

1) User ID AT CH BPCHelpUser User ID & Send to 16222.
Example: BPC Help User ABCDEF& Send to 16222. II) PIN Number AT 120 BPCHelpUser PIN No & Send to16222.
Example: BPC Help PIN 12345678 & Send to 16222

ঙ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করুন অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযােগ করুন।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BPC Job Circular 2022