বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২|BD Navy Job Circular 2022

0
657

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২|BD Navy Job Circular 2022: নৌসদস্যদের অবকাশযাপনের নিমিত্তে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত কক্সবাজার জেলায় অবস্থিত ‘স্বপ্নীল সিন্ধু’ এর জন্য নিম্নেবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়ােগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তাদি পূরণ সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ ২০২২ | Union Parishad Job Circular 2022

চাকরির ধরনঅস্থায়ী চাকুরি
জেলানির্ধারিত নয়
নিয়োগ দাতা প্রতিষ্ঠানস্বপ্নীল সিন্ধু- বাংলাদেশ নৌবাহিনী
ওয়েবসাইটhttps://www.navy.mil.bd
শূণ্যপদ
পদের সংখ্যা
শিক্ষাগত যোগ্যতাবিভিন্ন
আবেদন প্রক্রিয়া শুরু
আবেদনের শেষ তারিখ১৬ জানুয়ারি, ২০২২
আবেদনের মাধ্যমঅনলাইনে
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২|BD Navy Job Circular 2022

আবেদনপত্র জমাদানের নিয়মাবলীঃ

ক। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ১৬ জানুয়ারি ২০২২ ইং

খ। জমাদানের স্থান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা,
বাংলাদেশ নৌবাহিনী ফরওয়ার্ড বেজ কক্সবাজার, লাবণী পয়েন্ট, কক্সবাজার।
(মােবাইল ঃ ০১৭৬৯৭২৪৫৯০)।

গ। প্রয়ােজনীয় কাগজপত্র:

(i) স্বহস্তে লিখিত আবেদন পত্র।
(ii) শিক্ষাগত যােগ্যতার সনদের সত্যায়িত কপি।

(iii) অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি।

(iv) দুই কপি পাসপাের্ট সাইজের ছবি (স্ক্যান কপি- ইমেইলে প্রেরণের ক্ষেত্রে)।

(v) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।

(vi) জীবন বৃত্তান্ত।
(vii) ই-মেইলে আবেদন করা যাবে ([email protected])

ঘ। পরীক্ষার স্থান ও বাংলাদেশ নৌবাহিনী ফরােয়ার্ড বেস কক্সবাজার, লাবণী পয়েন্ট, কক্সবাজার। লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচিঃ ২৭ জানুয়ারি
২০২২ (সকাল ১০৪৩০) বেতন ও ভাতা ও আলােচনা সাপেক্ষে।


বিশেষ দ্রষ্টব্য : মৌখিক ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
সকল পদের বিপরীতে বেতন আলােচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২|BD Navy Job Circular 2022

জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | DC Office Job Circular