বাসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BASA Foundation

0
792

বাসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BASA Foundation:BASA Foundation একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। উক্ত সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হতে সনদ প্রাপ্ত যার সনদ নং ০০৩৭৭-০০১১৫-০০০৪৬। সংস্থা দেশের বিভিন্ন জেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম সহ দেশী ও বিদেশী দাতা সংস্থার সহায়তায় বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। “BASA Foundation” এর কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের জন্য নিম্নলিখিত পদে লােক নিয়োেগ এর জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

বাসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BASA Foundation

পদের নাম: শাখা ব্যবস্থাপক (ঋণ কর্মসূচী) – ১৫ জন

শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী:
• এম,এ/এমকম/এম,এস.সি/এম.এস,এস/এমবিএ

• পিকেএসএফ এর সহযােগী সংস্থাসমূহে ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসাবে।

শিক্ষানবীশকালে মাসিক বেতন নুন্যতম ১ বৎসর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

• বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন: ২৫,০০০/-টাকা সর্বসাকুল্যে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০,০০০/-টাকা।)

অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা স্নাতক পর্যন্ত গ্রহনযােগ্য হবে।

সহকারী অডিটর / অডিট (ঋণ কর্মসূচী)- ৬ জন

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী:
• স্নাতকোত্তর ( একাউন্টস/ম্যানেজমেন্ট/ফাইন্যান্স)

• পিকেএসএফ এর সহযােগী সংস্থাসমূহে ক্ষুদ্রঋণ কার্যক্রমের অডিট সেলে সহকারী |
সর্বসাকুল্যে সহকারী অডিটর এর অডিটর হিসেবে ৩ বৎসরের ও অডিটর এর ক্ষেত্রে ৫ বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

শিক্ষানবীশকালে মাসিক বেতন ক্ষেত্রে ২২০০০/- টাকা থেকে
২৫,০০০/- টাকা। অডিটর
অডিটর এর ক্ষেত্রে ২৫০০০/ টাকা থেকে ৩০০০০/-

• বয়স সর্বোচ্চ ৪০ বছর।

সেলস এন্ড পারচেজ অফিসার

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী: এম এ/এমকম/এম.এস.সি/এম.এস.এস/এমবিএ

সেলস এন্ড পারচেজ কাজে অভিজ্ঞতা

শিক্ষানবীশকালে মাসিক বেতন অফিসার সর্বসাকুল্যে ২০,০০০/- টাকা।


মাঠ সংগঠক (ঋণ কর্মসূচী)- ৩০ জন

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী: • স্নাতক বা তদুর্ধ /সমমান
শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ১৬,০০০/- টাকা।

বয়স সর্বোচ্চ ৩০ বছর।


অন্যান্য সুবিধাদিঃ

১.সন্তোষজনকভাবে ৬মাস শিক্ষানবীশকাল মূল্যায়ন শেষে উল্লেখিত পদের কর্মকর্তাদের চাকুরীতে স্থায়ী করা হবে এবং চাকুরী স্থায়ী করণের পর সংস্থার বেতন কাঠামাে অনুযায়ী বেতন ভাতা, বাড়ী ভাড়া, মাঠ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, অর্জিত ছুটি, গ্র্যাচুইটি, কল্যাণ তহবিল, বৎসরে দুটি উৎসব বােনাস ও বৈশাখী বােনাসসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

২. সকল পদের কর্মকর্তাদের ক্ষেত্রে মােবাইল ভাতা ও শাখা ব্যবস্থাপকগন ফুয়েল বিল ও মটর সাইকেল ঋণ সুবিধা প্রাপ্য হবেন।

৩. সকল পদের কর্মকর্তাদের ক্ষেত্রে দুপুরের লাঞ্চ ভাতা এবং মাঠ সংগঠক গ্রেড-০২ ও শাখা ব্যবস্থাপক পদের ক্ষেত্রে একক আবাসন ফ্রি।

অন্যান্য যােগ্যতা :

১. শাখা ব্যবস্থাপকদের ক্ষেত্রে মটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং মটর সাইকেল চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স | থাকতে হবে।

২. সকল পদের কর্মকর্তাদের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা এবং সহকারী অডিটর/অডিটর ও শাখা ব্যবস্থাপক পদের জন্য কম্পিউটার (MS Word ও MS Excel এ বিশেষ দক্ষতা সম্পন্ন হতে হবে।

আবেদনের নিয়মাবলী : সকল পদের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্রের সাথে ফোন নম্বরসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, দুই জন উপযুক্ত ব্যক্তির রেফারেন্স, সদ্য তােলা দুই কপি পাসপাের্ট সাইজের ছবি, শিক্ষাগত যােগ্যতার সার্টিফিকেট সমূহের সত্যায়িত ফটোকপি, চাকুরীর অভিজ্ঞতা এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ ২০ শে জানুয়ারী,২০২২ তারিখের মধ্যে

নির্বাহী পরিচালক,

BASA Foundation বরাবর আবেদন করতে হবে।

ঠিকানা : বাসা ভবন, হাউজ নং: ৪২, রােড নং : ০৪, প্রিয়াংকা রানওয়ে সিটি, বাউনিয়া তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০, মােবাইল নং : ০১৭৩০০৪৪৯০৫। পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন TA/DA প্রদান করা হবে না। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

এছাড়া অনলাইনে [email protected] এ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রয়ােজনীয় সকল কাগজ পত্র সংযুক্তি সহ পদের নাম উল্লেখ করতে হবে।

নিয়ােগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের সকল ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।

বাসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BASA Foundation

BASA Foundation

বাসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BASA Foundation

সুএ: প্রথম আলো।

চলমান দেশের সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি:

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নিয়োগ ২০২২ | CODEC NGO Job

পিকেএসএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | PKSF Job circular

সৃজনী ফাউন্ডেশন নিয়োগ ২০২২ | Srizony Foundation Job