বাংলাদেশ বিমান নিয়োগ ২০২২ সার্কুলার | air force job circular 2022: বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ সার্কুলার ২০২২ প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট joinairforce.baf.mil.bd-এ। ৮৭ তম বাফা কোর্সে বিমান বাহিনীর অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ বিমান নিয়োগ ২০২২ সার্কুলার | air force job circular 2022
যে কোন বিভাগ হতে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারেন। অন্যান্য আবেদন যোগ্যতা সমূহ বিস্তারিত ভাবে এই পোস্টে দেওয়া হয়েছে।
এছাড়াও আবেদন করার নিয়ম, নিয়োগ পরীক্ষার তারিখ, পরীক্ষা কেন্দ্র এবং সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সকল তথ্য বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি 2022 হতে নেওয়া।
বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ সার্কুলার ২০২২
বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের আকাশ শত্রুমুক্ত রাখতে সর্বদা নিয়জিত রয়েছে। এই বাহিনী আমাদের মূল ভূখণ্ডের আকাশ প্রতিরক্ষার পাশাপাশি নৌবাহিনী এবং সেনাবাহিনীকেও এয়ার সাপোর্ট (Air Support) দিয়ে থাকে। বিমান বাহিনীতে চাকরি করা একটা সম্মানজনক বিষয়। তাও যদি হয় আবার অফিসার ক্যাডেট পদে।
যে সকল প্রার্থী বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি করতে আগ্রহী তাদের জন্য সুখবর! বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ চলছে। ৮৭ তম বাফা কোর্স (87 BAFA Course) এ যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে। পুরুষ/মহিলা সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বাংলাদেশ বিমান নিয়োগ সর্ম্পকিত এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী
- বাহিনী: বাংলাদেশ বিমান বাহিনী (Bangladesh Biman Bahini)
- পদ: অফিসার ক্যাডেট
- শূন্যপদের সংখ্যা: নির্দিষ্ট নয়
- চাকরির ধরণ: ফুল টাইম
- কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে
- বেতন: ১০,০০০/- টাকা (প্রশিক্ষণকালীন সময়ে)
- আবেদন ফি: ১,০০০/- টাকা
- আবেদন মাধ্যম: অনলাইন
- অনলাইনে আবেদন শুরু: ১৮ ফেব্রুয়ারি ২০২২
- আবেদনের শেষ সময়: ০৯ সেপ্টেম্বর ২০২২
- যোগদানের সম্ভাব্য তারিখ: ০১ জানুয়ারি ২০২৩
বাংলাদেশ বিমান নিয়োগ ২০২২ সার্কুলার | air force job circular 2022
আবেদন সংক্রান্ত সকল তথ্য
চলুন জেনে নেই আবেদন সংক্রান্ত সকল তথ্য। তথ্যসমূহ বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ হতে নেওয়া।
আবেদন যোগ্যতা
বিমান বাহিনীর অফিসার পদের আবেদন যোগ্যতা নিচে দেওয়া হলো।
নাগরিকত্ব: বাংলাদেশী।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
বয়সসীমা: ১৬ বছর ০৬ মাস থেকে ২২ বছর। বয়স নির্ধারণের তারিখ ০১ জানুয়ারি ২০২৩ তারিখ।
শিক্ষাগত যোগ্যতা: কোন শাখায় আবেদনের জন্য এসএসসি (SSC) এবং এইচএসসি (HSC) পরীক্ষার ফলাফল কি থাকতে হবে চলুন দেখি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২২
শাখা | এসএসসি ও এইচএসসি/সমমান |
জিডি(পি) | উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ পেয়ে বিজ্ঞান বিভাগ হতে পাশ করতে হবে। এছাড়াও গণিত ও পদার্থ বিজ্ঞানে কমপক্ষে ‘A’ গ্রেড পেতে হবে। |
লজিস্টিক/এটিসি/ এডিডব্লিউসি | ঐ |
ইঞ্জিনিয়ারিং | উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৪.৫০ পেয়ে পাশ করতে হবে। এছাড়াও গণিত, পদার্থ ও রসায়নে কমপক্ষে ‘A’ গ্রেড পেতে হবে। |
এডমিন | যে কোন গ্রুপ হতে উভয় পরীক্ষায় ৪.৫০ পেতে হবে। |
বিমান বাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার
শারীরিক যোগ্যতা: পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য ন্যূনতম শারীরিক যোগ্যতা নিচে দেওয়া হলো।
পুরুষ | মহিলা | |
উচ্চতা | ৬৪ ইঞ্চি | ৬২ ইঞ্চি জিডি(পি) – ৬৪ ইঞ্চি |
বুকের মাপ | সাধারণ অবস্থায় ৩২ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি | সাধারণ অবস্থায় ২৮ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি |
ওজন | বয়স ও উচ্চতা অনুসারে | |
দৃষ্টিশক্তি | ৬/৬ |
বাংলাদেশ বিমান নিয়োগ ২০২২ সার্কুলার | air force job circular 2022
আবেদনের সময়সীমা
১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ হতে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় ০৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ। অর্থাৎ আবেদন গ্রহণ চলবে প্রায় ০৭ মাস ধরে।
বিমান বাহিনীর অফিসার পদে আবেদন করার নিয়ম নিচে দেওয়া হলো।
১) ভিজিট করুন joinairforce.baf.mil.bd অথবা ক্লিক করুন উপরের বাটনে।

২) ক্লিক করুন “Apply Now” অপশনে।


৩) প্রয়োজনীয় তথ্য দিয়ে “Next”-এ ক্লিক করুন।
৪) এবার স্ক্রিনে প্রদর্শিত নির্দেশাবলি অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং আবেদন ফি বাবদ ১,০০০/- টাকা জমা দিন।
উপরে দেওয়া নির্দেশাবলী বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখতে পারেন। এটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।
বিমান বাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার
আবেদনপত্র জমাদানের নিয়মাবলী
অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র এবং প্রশংসাপত্র সমূহের সত্যায়িত ফটোকপি।
- নাগরিকত্বের সনদ।
- চারিত্রিক সনদ।
- বৈবাহিক অবস্থার সনদ।
- স্থায়ী ঠিকানার সনদ।
- সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজে ১২ কপি সত্যায়িত ছবি।
- সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদ।
- জন্ম নিবন্ধন/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি।
বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি 2022

নিয়োগ পরীক্ষার তারিখ ও কেন্দ্র
সকল জেলার প্রার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র একই। পরীক্ষার তারিখ ও কেন্দ্রের ঠিকানা নিচে দেওয়া হলো।
পরীক্ষার তারিখ | পরীক্ষা কেন্দ্র |
২২, ২৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | বাংলাদেশ বিমান বাহিনী ও তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ |
০৬, ০৮, ১৫ মার্চ ২০২২ | |
০৩, ০৫, ১০, ১২, ১৯, ২৪, ২৬ এপ্রিল ২০২২ | |
১০, ১১, ১৭, ১৮, ২২, ২৪, ২৯, ৩১ মে ২০২২ | |
০১, ০৫, ২৮ জুন ২০২২ | |
০৩, ০৫, ১৭, ১৯, ২৪, ২৭ জুলাই ২০২২ | |
০১, ২১, ২৮, ৩০ আগস্ট ২০২২ এবং ০৪, ১১ সেপ্টেম্বর ২০২২ |
প্রার্থী নির্বাচন পদ্ধতি
বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে, প্রার্থী নির্বাচন প্রক্রিয়া হবে ০৬ টি ধাপে। ধাপগুলো নিচে দেওয়া হলো।
১) প্রাথমিক লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা হবে যে সব বিষয়ের উপর তা নিচে দেওয়া হলো।
- আইকিউ
- ইংরেজি
- গণিত
- এবং পদার্থ বিজ্ঞান।
তবে শুধুমাত্র এডমিন শাখার প্রার্থীদের জন্য পরীক্ষা হবে নিম্নোক্ত বিষয়ের উপর।
- আইকিউ
- ইংরেজি
- এবং সাধারণ জ্ঞান।
২) প্রাথমিক ডাক্তারি পরীক্ষা।
৩) প্রাথমিক মৌখিক পরীক্ষা।
৪) আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি)।
৫) সিএমবি বা কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।
৬) সব শেষে হবে ক্যাডেট চূড়ান্ত পর্ষদ (সিএফএসবি)।
বিশেষ দ্রষ্টাব্যঃ কোন প্রার্থী পরীক্ষা কেন্দ্রে কোন ধরণের ইলেকট্রনিক ডিভাইস এবং ব্যাগ নিতে পারবেন না।
হেল্পলাইন/যোগাযোগ
যেকোন ধরণের তথ্যের জন্য কল করতে পারেন 16125 অথবা 01769990880 নম্বরে। অথবা ই-মেইল ঠিকানায় আপনার প্রশ্ন করতে পারেন। ই-মেইল ঠিকানা নিচে দেওয়া হলো।
• ই-মেইল ঠিকানা: [email protected]
• অফিসিয়াল ওয়েবসাইট: joinairforce.baf.mil.bd
আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ বিমান বাহিনী প্রার্থী কিভাবে নির্বাচন করা হয়?
বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে, প্রার্থী নির্বাচন প্রক্রিয়া হবে ০৬ টি ধাপে। যথা-
১) আইকিউ, ইংরেজি, গণিত এবং পদার্থ বিজ্ঞান।
২) প্রাথমিক ডাক্তারি পরীক্ষা।
৩) প্রাথমিক মৌখিক পরীক্ষা।
৪) আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি)।
৫) সিএমবি বা কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।
৬) সব শেষে হবে ক্যাডেট চূড়ান্ত পর্ষদ (সিএফএসবি)।
বাংলাদেশ বিমান বাহিনী কি ধরণের চাকরি?
বাংলাদেশ বিমান বাহিনী একটি সরকারি চাকরি।
বিমান বাহিনীতে আবেদনের জন্য কি যোগ্যতা লাগে?
যে কোন বিভাগ হতে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারেন
বিমান বাহিনী নিয়োগ 2022 পরীক্ষার তারিখ কবে?
বাংলাদেশ বিমান বাহিনী ও তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ তে বিভিন্ন বিভাগ অনুযায়ী পর্যায়ক্রমে ১১ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত চলবে।