শিশুর সােনালি সম্ভাবনাময় ১০০০ দিন

0
463

শিশুর সােনালি সম্ভাবনাময় ১০০০ দিন: ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কম্পােনেন্টের কার্যক্রম বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করা । খানা পরিদর্শনের মাধ্যমে খানা পর্যায়ে চিহ্নিত ০-৫৯ মাস বয়সী শিশু, কিশাের-কিশােরী গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি

অবস্থার পরিমাপ করে অপুষ্টিতে আক্রান্ত শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের প্রয়ােজনীয় পুষ্টি পরামর্শ দেওয়া।

৩. চিহ্নিত তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের (স্যাম/ ম্যাম) উপজেলা হেলথ কমপ্লেক্সে এবং অপুষ্টিতে আক্রান্ত মায়েদের স্থানীয়

স্বাস্থ্য সেবাকেন্দ্রে (কমিউনিটি ক্লিনিক অথবা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে) রেফার করা।

৪. খানা পরিদর্শনের মাধ্যমে অতিদরিদ্র খানার গর্ভবতী মায়েদের গর্ভকালীন এএনসি এবং প্রসূতি মায়ে

য়েদের গর্ভকালীন এএনসি এবং প্রসূতি মায়েদের গর্ভপরবর্তী পিএনসি সেবা দেওয়া।

৫. অঞ্চলভেদে কর্মএলাকার সদস্য সংখ্যার উপর ভিত্তি করে মাসিক,দ্বিমাসিক অথবা ত্রৈমাসিক ভিত্তিতে প্রসপারিটি গ্রাম

কমিটির অন্তর্ভুক্ত অতিদরিদ্র খানাসমূহ পরিদর্শন । এক্ষেত্রে খানা পরিদর্শন পরিকল্পনা তৈরির সময় ০-৫৯ মাস বয়সী

শিশু, কিশাের-কিশােরী, নব দম্পতি, গর্ভবতী ও প্রসূতি মা, প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে এরূপ খানাকে প্রাধান্য দিতে হবে।

৬. স্থানীয় কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যান কেন্দ্রের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে প্রত্যক্ষ যেমনঃ শিশুর খাবার ও পুষ্টি

(IYCF), স্বাস্থ্যবিধি (Hygiene), সম্পূরক অনুপুষ্টি (Micronutrient Supplementation), কৃমি (Deworming), পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহন (Consumption of Nutrient Rich Foods),তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা

(Management of Acute Malnutrition)ও মাতৃপুষ্টি (Maternal Nutrition) বাস্তবায়নে কাজ করা।

৭. শিশুর সােনালি সম্ভাবনাময় ১০০০ দিনের আলােকে খানা পর্যায়ে শিশুর খাবার ও পুষ্টি (আইওয়াইসিএফ), কৈশােরকালীন

ও প্রসূতি মায়েদের পুষ্টি, প্রজননক্ষম নারীর (১৫-৪৯ বছর বয়সী) পুষ্টি এবং বয়স্কদের পুষ্টি পরামর্শ দেওয়া।

৮. মাঠ পর্যায়ের সিএনএইচপি ও বিভিন্ন ভলান্টিয়ার গ্রুপ এর মাধ্যমে অতিদরিদ্র খানা এবং সংশ্লিষ্ট কমিউনিটিতে পুষ্টি ও

প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সাধারন । বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প, স্যাটেলাইট / স্ট্যাটিক ক্লিনিক, পুষ্টি ক্যাম্প

আয়ােজন করা এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা ।

৯, অতিদরিদ্র খানার নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতার (ব্যক্তিগত ও বাসস্থান)

ব্যাপারে উদ্যোগ গ্রহন করা।

শিশুর সােনালি সম্ভাবনাময় ১০০০ দিন

এক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে অতিদরিদ্র খানার জন্য স্যানিটেশন খাতে প্রাপ্ত সুবিধা

প্রাপ্তি নিশ্চিত করা। ১০. প্রকল্পের কমিউনিটি মবিলাইজেশন কম্পােনেন্টের সাথে সমন্বয়ের মাধ্যমে খানা/ কমিউনিটি পর্যায়ে বিসিসি/ যােগাযােগের

মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আচরণ পরিবর্তন (Social Behaviour Change Communication) কার্যক্রম

পরিচালনা করা । ১১. প্রকল্পের জীবিকায়ন কম্পােনেন্টের সাথে সমন্বয়ের মাধ্যমে অতিদরিদ্র খানায় পুষ্টি বাগান, প্রানীজ ও মৎস্য সম্পদের

পারিবারিক খামার প্রতিষ্ঠা করা এবং পরিবারের পুষ্টি সরবারহে যথাযথ ব্যবহার এর মাধ্যমে পরিবারের খাবারের বৈচিত্রতা

(Dietary Diversity) নিশ্চিত করা। ১২. প্রকল্পের আওতায় কমিউনিটি নিউট্রিশন ভলান্টিয়ার/প্রােমােটার (সিএনভি/পি), গ্রুপ নিউট্রিশন ভলান্টিয়ার (জিএনভি),

এডােলেসেন্ট নিউট্রিশন ভলান্টিয়ার (এএনভি), গ্রাম পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ যেমন বিদ্যালয়/মাদ্রাসা/ কলেজ শিক্ষক, ধর্মীয়

নেতা, প্রবীন ও প্রভাবশালী ব্যক্তি এবং কমিউনিটি নিউট্রিশন এন্ড হেলথ প্রােমােটার (সিএনএইচপি) টিম গঠন করা,

প্রয়ােজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও তদারকি করা।

১৩. প্রকল্পভুক্ত মাঠকর্মী/ভলান্টিয়ারদের প্রশিক্ষণ চাহিদা নিরূপন, প্রশিক্ষণ সিডিউল তৈরি, প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ লব্ধ

জ্ঞান ব্যবহার করছে কিনা তা যাচাই করতে প্রকল্প কারিগরি কর্মকর্তা (পুষ্টি)কে সহযােগিতা করা।

১৪. স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন ধরনের সামাজিক প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহন করা।

শিশুর সােনালি সম্ভাবনাময় ১০০০ দিন

আরো দেখুন:

বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

এসিআই মটরসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১