বইয়ের আবাসস্থল হলাে গ্রন্থাকার

0
425

বইয়ের আবাসস্থল হলাে গ্রন্থাকার : কিশাের/কিশাের/কিশােরী ক্লাব লাইব্রেরি পরিচালনা নির্দেশিকা লাইব্রেরি তৈরির উদ্দেশ্য: অন্তহীন জ্ঞানের আঁধার হলাে বই আর বইয়ের আবাসস্থল হলাে গ্রন্থাকার বা লাইব্রেরি। মানুষের হাজার বছরের লিখিত অলিখিত সব ইতিহাস ঘুমিয়ে আছে একেকটি গ্রন্থাগারের ছােট ছােট তাকে।

গ্রন্তাগার হলাে কালের খেয়াঘাট, যেখান থেকে মানুষ সময়ের পাতায় ভ্রমণ করে। একটি লাইব্রেরি মানব জীবনকে যেমন পাল্টে

দেয় তেমনি আত্নআর খােরাকও যােগায়। তাই গ্রন্থাগারকে বলা হয় শ্রেষ্ঠ আত্নীয় যার সাথে সব সময় ভালাে সম্পর্ক থাকে।

তাই জ্ঞান চর্চা আর বিকাশের ক্ষেত্রে গ্রন্তাগারের ভূমিকা অনন্য। প্রসপারিটি লাইব্রেরি নিম্নলিখিত উদ্দেশ্যে গঠন করা হবে

১) মেধার বিকাশ ২) জাতীয় সংস্কৃতির বিকাশ ৩) স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধকরণ ৪) মূল্যবােধের জাগরণ ৫) সৃজনশীলতার চর্চায়

৬) অনাকাঙ্খিত ও অনৈতিক কর্মকান্ড হতে দূরে থাকা ৭) মনন ও সুকুমার বৃত্তির উন্নয়ন সাধনে ৮) ধর্মীয় মূলবােধের অনুশীলন

লাইব্রেরী পরিচালনা পদ্ধতি: (ক) প্রসপারিটি লাইব্রেরি সংশ্লিষ্ট ক্লাবের মাধ্যমে পরিচালিত হবে। ক্লাবের সদস্যদের মধ্য থেকে প্রাথমিকভাবে

বইয়ের আবাসস্থল হলাে গ্রন্থাকার

মনােনয়নের মাধ্যমে ৫ সদস্য (একজন করে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং

পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক) বিশিষ্ট প্রসপারিটি লাইব্রেরি পরিচালনা কমিটি গঠন করা যেতে পারে।

পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বা নির্বাচনের মাধ্যমে কমিটি পরিবর্তন এবং কমিটির কাজের

পরিধি সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে;

(খ) বই উত্তোলনের ক্ষেত্রে মাসিক ৫/- টাকা হারে চাঁদা প্রদান করে প্রসপারিটি লাইব্রেরি হতে সদস্যরা নিয়মিত বই

তুলতে পারবে। একজন সদস্য মাসে সর্বোচ্চ ৩টি বই তুলতে পারবে।

উন উত্তোলন বাবদ চাঁদার টাকা। কোষাধ্যক্ষের নিকট রক্ষিত একটি নির্দিষ্ট বাক্স বা মাটির ব্যাংকে জমা থাকবে। ক্যাশিয়ারের

নিকট সর্বোচ্চ ৫০০/টাকা জমা রাখা যাবে। ৫০০/- টাকার বেশি অর্থ জমা হলে তা দিয়ে প্রসপারিটি লাইব্রেরির জন্য চাহিদা

মােতাবেক গল্পের বই, পুষ্টি বার্তা, পাক্ষিক ম্যাগাজিন, কিশােরী জীবনযাপন সম্পর্কিত বই ক্রয় করতে হবে। কমিটির সিদ্ধান্ত

মােতাবেক এই টাকা দিয়ে ক্লাবের বিবিধ উপকরণ যেমন খেলাধুলার উপকরণ, সাপ্তাহিক পত্রিকা, গাছের চারা, পুষ্টি সমৃদ্ধ রান্নার

উপকরণ ক্রয় করার পাশাপাশি স্বাস্থ্য ক্যাম্প, আন্তঃ ক্লাব খেলাধুলা প্রতিযােগিতা, ক্লাব-ডে। | 15 উপলক্ষ্যে বিনােদন ও অন্যান্য

কার্যক্রম পরিচালনা ইত্যাদি বাবদ খরচ করা যেতে পারে। থাকতে হবে; (জ) ক্লাবে কমপক্ষে ১টি দেয়াল পত্রিকার প্রকাশনা থাকতে হবে;

বইয়ের আবাসস্থল হলাে গ্রন্থাকার

আরো দেখুন:

বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

এসিআই মটরসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১