প্রাইমারী শিক্ষক ২য় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

0
499

প্রাইমারী শিক্ষক ২য় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২: প্রাথমিক সহকারী শিক্ষক ২য় পর্ব পরীক্ষার প্রশ্ন উত্তর ২০২২ প্রকাশিত হয়েছে। আজ, 20 মে, 2022, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।

১ ঘন্টা ধরে চলা এই পরীক্ষাটি মোট 60 নম্বরের মধ্যে নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষে সকল পরীক্ষার্থী প্রশ্নের সমাধান খুঁজে পায়, সেজন্যই আমাদের আজকের এই নিবন্ধটি। যেখানে আমরা আজ অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের প্রশ্ন এক এক করে সমাধান করব। তো চলুন শুরু করা যাক, পুরো নিবন্ধটি দেখতে এবং পড়তে থাকুন।

প্রাইমারী শিক্ষক ২য় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

প্রতিষ্ঠানের দাতা নামপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পরীক্ষা পদ্ধতিএমসিকিউ (MCQ)
মান৮০
ধাপ(২য়) দ্বিতীয়
জেলা৩০ টি আংশিকসহ
পরীক্ষার তারিখ২০ মে, ২০২২
২য় পর্বের MCQ পরীক্ষার মোট প্রার্থী৪৮৪৭২৫ জন
পরীক্ষার সময়১১ টা থেকে ১২ টা পর্যন্ত

প্রাইমারী শিক্ষক ২য় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

২০ মে, ২০২২ তারিখে অনুষ্ঠিত ২০২০ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় পর্যায়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ২০২২ এর প্রশ্নের সমাধান প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান 2022। প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2022। সরকারী। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান 2022। সরকারী। 2022 সালের প্রাথমিক সহকারী শিক্ষকের চাকরির পরীক্ষা ২০ মে ২০২২ এ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের চাকরির পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে।

প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান 2022

2020 সালের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ১ম পর্বের নিয়োগ পরীক্ষা ইতিমধ্যে 22 এপ্রিল, 2022 তারিখে অনুষ্ঠিত হয়েছে, যেখানে মোট 28টি জেলা পরীক্ষা নেওয়া হয়েছিল। 14 মে অনুষ্ঠিত পরীক্ষা শেষে ইতিমধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছে। ১ম পর্বের লিখিত পরীক্ষার পর ২য় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার, 20 মে, 2022 তারিখে, দেশের মোট 30টি জেলা এই পরীক্ষাটি নিয়েছিল, যেখানে 21টি জেলা আংশিকভাবে পরীক্ষা করা হয়েছিল এবং বাকি জেলাগুলি সম্পূর্ণভাবে পরীক্ষা করা হয়েছিল। আমরা নিচের অংশে সেই পরীক্ষার প্রশ্ন ও সমাধান দিতে যাচ্ছি।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২য় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান

প্রাথমিক নিয়োগ পরীক্ষা ২০২২ দ্বিতীয় ধাপের জেলা ও উপজেলার তালিকা

প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগের লিখিত পরীক্ষা পরীক্ষা ২০ মে ২০২২ খ্রি. তারিখ সকাল ১১:০০ টা হতে ১২:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় মোট ৩০ জেলার (আংশিক/সম্পূর্ণ) প্রার্থীদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন এবং কেন্দ্রের সংখ্যা ৬৫৩টি।

২য় ধাপে যেসব জেলার সব উপজেলার প্রার্থীদের পরীক্ষা হবে

২য় ধাপে যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে তার তালিকা নিম্নে দেওয়া হলো।

যেসব জেলার (আংশিক) কিছু উপজেলায় পরীক্ষা হবে সেগুলো হলো—

  • নওগাঁ (সদর, নিয়ামতপুর, পত্নীতলা, রানীনগর, পোরশা, সাপাহার)।
  • নাটোর (বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাশপুর, লালপুর)।
  • সিরাজগঞ্জ (রায়গঞ্জ, শাহজাদপুর, সদর, তাড়াশ)।
  • কুষ্টিয়া (খোকসা, সদর, মিরপুর)।
  • ঝিনাইদহ (হরিণাকুণ্ডু, সদর, কালিগঞ্জ)।
  • যশোর (অভয়নগর, চৌগাছা, সদর, বাঘেরপাড়া)।
  • সাতক্ষীরা (সদর, দেবহাটা, কলারোয়া, কালিগঞ্জ)।
  • বাগেরহাট (মোল্লারহাট, মোংলা, মোড়লগঞ্জ, কচুয়া, শরণখোলা)।
  • জামালপুর (সদর, মাদারগঞ্জ, মেলান্দহ)।
  • ময়মনসিংহ (মুক্তাগাছা, সদর, নান্দাইল, ফুলপুর, তারাকান্দা, ত্রিশাল)।
  • নেত্রকোনা (খালিয়াজুড়ী, মদন, মোহনগঞ্জ, সদর, পূর্বধলা)।
  • কিশোরগঞ্জ (সদর, কুলিয়াচর, মিঠামইন, নিকলী, পাকুন্দিয়া, তাড়াইল)।
  • টাঙ্গাইল (কালিহাতি, মধুপুর, মির্জাপুর, নাগরপুর, সফিপুর, বাসাইল)।
  • রাজবাড়ি (কালুখালী, গোয়ালন্দ, পাংশা)।
  • কুমিল্লা (দেবিদ্বার, হোমনা, লাকসাম, লালমাই, সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, মুরাদনগর, নাগলকোট, তিতাস)।
  • নোয়াখালী (বেগমগঞ্জ, চাটখিল, কোম্পানিগঞ্জ, হাতিয়া)।
  • পিরোজপুর (নাজিরপুর, নেছারাবাদ, সদর)।
  • পটুয়াখালী (কলাপাড়া, মির্জাগঞ্জ, সদর, রাঙ্গাবালি, দুমকি)।
  • রাজশাহী, খুলনা, ফরিদপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর ও বরিশাল জেলা।
  • সিলেট (সম্পূর্ণ) বন্যার কারণে স্থগিত
  • সুনামগঞ্জ (দোয়ারাবাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ, শাল্লা, সদর, তাহিরপুর)।
  • হবিগঞ্জ (সদর, লাখাই, মাধবপুর, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ)।
  • কুড়িগ্রাম (ফুলবাড়ী, রাজারহাট, রাজীবপুর, রৌমারী, উলিপুর)।
  • গাইবান্ধা (সাদুল্যাপুর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ)। 

প্রাথমিক সহকারী শিক্ষক ২য় পর্বের প্রশ্ন সমাধান ২০২২

প্রাইমারী শিক্ষক ২য় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২
প্রাইমারী শিক্ষক ২য় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

Primary School Assistant Teacher Question Solution 2022 – 2nd Phase

আজকের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান

  • ১.খ
  • ২.ক
  • ৩.গ
  • ৪.ক
  • ৫.ঘ
  • ৬.ক
  • ৭.ক
  • ৮.ক
  • ৯.ঘ
  • ১০.খ
  • ১১.খ
  • ১২.ঘ
  • ১৩.ক
  • ১৪.খ
  • ১৫.খ
  • ১৬.খ
  • ১৭.খ
  • ১৮.ক
  • ১৯.গ
  • ২০.ক
  • ২১.গ
  • ২২.ক
  • ২৩.ঘ
  • ২৪.ক
  • ২৫.খ
  • ২৬.খ
  • ২৭.খ
  • ২৮.ক
  • ২৯.ঘ
  • ৩০.খ
  • ৩১.ঘ
  • ৩২.গ
  • ৩৩.গ
  • ৩৪.গ
  • ৩৫.ঘ
  • ৩৬.গ
  • ৩৭.খ
  • ৩৮.খ
  • ৩৯.খ
  • ৪০.খ
  • ৪১.ক
  • ৪২.গ
  • ৪৩.গ
  • ৪৪.ঘ
  • ৪৫.ক
  • ৪৬.গ
  • ৪৭.খ
  • ৪৮.গ
  • ৪৯.গ
  • ৫০.গ
  • ৫১.গ
  • ৫২.ঘ
  • ৫৩.গ
  • ৫৪.ক
  • ৫৫.ঘ
  • ৫৬.খ
  • ৫৭.গ
  • ৫৮.ক
  • ৫৯.খ
  • ৬০.গ
  • ৬১.খ
  • ৬২.ক
  • ৬৩.ঘ
  • ৬৪.খ
  • ৬৫.গ
  • ৬৬.ক
  • ৬৭.ক
  • ৬৮.খ
  • ৬৯.ঘ
  • ৭০.ঘ
  • ৭১.গ
  • ৭২.খ
  • ৭৩.ঘ
  • ৭৪.গ
  • ৭৫.খ
  • ৭৬.গ
  • ৭৭.খ
  • ৭৮.গ
  • ৭৯.ক
  • ৮০.ঘ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পাস মার্ক কত? 

আপনারা জানেন যে, ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় (এমসিকিউ) প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এখানে যেহেতু  কাট মার্কস রয়েছে সেহেতু পরীক্ষায় পাশ কত নম্বরে হবে তা বলা মুশকিল. প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মধ্যে কাট মার্কস থাকলে তার নিশ্চয়ই পাশ নম্বর সঠিকভাবে বলা যায় না.  তাই পরীক্ষার হলে বেশ ভালো করলেও তাদের কিছু নম্বর কাটা যাবে। তাই কাট মার্কস ৬৫ থেকে ৭০ এর মধ্যে থাকবে।

প্রাথমিক শিক্ষক পরীক্ষায় কোন বিভাগে কতজন আবেদন করেছে?

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।  সবচেয়ে বেশি আবেদন পরে ঢাকা বিভাগে ২ লাখ ৪০ হাজার,  এরপরে রাজশাহীতে ২ লাখ ১০ হাজার, খুলনায় এক লাখ ৭৮ হাজার ৮০৩,  ময়মনসিংহে ১ লাখ ১২ হাজার, বরিশালে ১ লাখ ৯ হাজার ৩৪৪, সিলেটে ৬২ হাজার ৬৬৭,  এবং রংপুর বিভাগে ১লাখ ৬০ হাজার ১৬৬টি আবেদন জমা পড়েছে।  

প্রাথমিক শিক্ষক ২য় ধাপের পরীক্ষার তারিখ কবে?

20 মে, 2022, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।