প্রশিকা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে নিম্নবর্ণিত পদ পূরনের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে আগ্রহী কঠি নারী ও পুরুষ প্রার্থীদের। নিকট থেকে জরুরী ভিত্তিতে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়ােগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। প্রার্থীকে অবশ্যই দরিদ্র জনগােষ্ঠির সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং প্রয়ােজনে বাই-সাইকেল বা মােটর সাইকেল চালাতে হবে।
নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চোখ রাখুন: জবসিটি২৪ডট কম ।
পদের নাম : চুক্তিভিত্তিক উন্নয়ন কর্মী (ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যােগ্যতা: ন্যূনতম স্নাতক/সমমান পাস (স্নাতক ফলপ্রত্যাশী প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নাই)।
ঋণ কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
স্নাতোকতর পাস ও যােগ্য প্রার্থীদের বিশেষ আর্থিক সুবিধা দেয়া হবে।
ভাতা/বেতন উক্ত পদের জন্য সর্বসাকুল্যে মাসি ১৪,০০০/- (চৌহাজার) টাকা।
এছাড়াও সংস্থার বর্তমান নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা ১,৫০০/- টাকা এবং মােবাইল ভাতা ৪৫০/- টাকা প্রদান করা হবে।
সংস্থার নীতিমালা অনুযায়ী প্রতিবছর ভাতা/বেতন বৃদ্ধি করা হবে।
চুক্তিভিত্তিক কোন কর্মী সন্তোষজনক পারফরমেন্স করতে পারলে তার মাসিক ভাতা/বেতন ২,০০০/- (দুই হাজার) টাকা পন্তি বৃদ্ধি করা হবে।
প্রশিকা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
অন্যান্য সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী প্রতি বছর ২(দুই)টি ধর্মীয় উৎসব ভাতা দেয়া হবে, যার প্রতিটি সর্বসাকুল্যে মাসিক প্রাপ্ত১ (এক) মাসের ভাতা/বেতনের অর্ধেক।
এছাড়াও ১(এক)টি সাংস্কৃতিক (পহেলা বৈশাখ) উত্সব ভাতা দেয়া হবে। যা ১টি ধর্মীয় উৎসব ভাতার ৫০%।
চাকুরি স্থায়ী হবার পর সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতাসমূহ প্রদান করা হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের বিশেষ সুযােগ-সুবিধা দেয়া হবে।
চাকুরির শর্তাবলি
চুক্তিভিত্তিক চাকুরির মেয়াদ ১(এক) বছর।
১(এক) বছরের কাজের মূল্যায়ন করা হবে মূল্যায়ন সন্তোষজনক হলে চাকুরি স্থায়ী করা হবে এবং অধিক যােগ্যতাসম্পন্নদের স্থায়ীকরণের সময় বিশেষ ইনক্রিমেন্ট প্রদান করা হবে।
চাকুরি স্থায়ী হবার পর সংস্থার নীতিমালা অনুযায়ী একজন স্থায়ী কর্মীর সকল সুযােগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনকারীর বয়স ৩১.১০.২০২১ তারিখে অনুর্ধ্ব ৩০ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের বসয়সীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযােগ্য।
প্রশিকা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
কর্মস্থল:
বাংলাদেশে অবস্থিত প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের যেকোনাে উন্নয়ন এলাকা বা শাখা অফিস।
আবেদনের নিয়মাবলিঃ
A4 সাইজের কাগজে আবেদনপত্রের সঙ্গে সংযােজন করতে হবে:
(১) পূর্ণ জীবন বৃত্তান্ত (অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা ও মাতার নাম, বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা, মাতা, স্বামী/স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম এবং শিক্ষাগত যােগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে)।
(২) ৩(তিন) কপি সাম্প্রতিককালের তােলা পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি।
(৩) সকল শিক্ষাগত যােগ্যতার মূল/সাময়িক এক অভিজ্ঞতার (যদি থাকে) সনদের সত্যায়িত অনুলিপি।
(৪) মােবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। যে সকল প্রার্থীদের মােবাইল ফোন নেই, তারা বিশ্বস্থ কারাের মােবাইল নম্বর উল্লেখ করতে পারেন, এক্ষেত্রে ঐ বিশ্বস্থ ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে।
(৫) আবেদন ফি বাবদ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র”-এর অনুকুলে অফেরতযােগ্য ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে।
আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের নম্বর ও তারিখ উল্লেখ করতে হবে।
আবেদনপত্র অক্টোবর ৩১, ২০২১ তারিখের মধ্যে
বিভাগ প্রধান,
মানবসম্পদ বিভাগ,
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র,
বর্তমান প্রধান কার্যালয়, বিপিএমআই ভবন, ২১৩-২১৪ (৪র্থ তলা), শাহ আলী বাগ (গ্রামীণ ব্যাংকের পিছনের রাস্তা), বড়বাগ, মিরপুর-২, ঢাকা-১২১৬”
বরাবর রেজিস্টার্ড ডাকযােগে পেীছাতে হবে।
প্রশিকা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
খামের উপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়ােগের ক্ষেত্রে কোনাে প্রকার | তদবির প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে এবং আবেদনপত্র বাতিল করা হবে।
খামের ভিতর আবদেন ফি -এর ব্যাংক ড্রাফট/পেঅর্ডারের বিপরীতে অর্থ প্রেরণ গ্রহণযােগ্য নয়।
চুড়ান্ত নিয়ােগ প্রক্রিয়াঃ
আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ােগের জন্য একটি প্যানেল তৈরী করা হবে।
প্যানেল থেকে পর্যায়ক্রমে (মেধানুসারে) যাদের নিয়ােগ দেয়া হবে তাদের নিয়োগপত্রে সংযুক্ত নির্দেশনা অনুযায়ী জেলা পর্যায়ের ভাল মানের কোন প্যাথলজিক্যাল সেন্টার থেকে নিজ খরচে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
স্বাস্থ্য পরীক্ষায় শারীরিকভাবে সুস্থ হতে হবে।
নিয়ােগের জন্য মনােনীত প্রার্থীদের মানবসম্পদ বিভাগে চাকুরিতে যােগদানেন্ন রিপােটিং এর সময় শিক্ষাগত যােগ্যতার মূল/সাময়িক সনদপত্র (মার্কশীট বা প্রশংসাপত্র গ্রহণযােগ্য নয়) দেখাতে হবে।
সংস্থায় কর্মকালীন যে কোন প্রকার আর্থিক অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রশিকা সরবরাহকৃত নমুনা ফরমেট অনুযায়ী ৩০০/- (তিনশত) টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে জামিননামা প্রস্তুত করে জমা দিতে হবে।
পরবর্তীতে মনােনীত প্রার্থীদের ৩(তিন) দিনের একটি ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করতে হবে।
সন্তোষজনকভাবে ওরিয়েন্টেশন কোর্সে উত্তীর্ণ প্রার্থীরাই উন্নয়ন এলাকায় কাজে যােগদানের পর কেবল সংস্থার কর্মী হিসাবে বিবেচিত হবেন। নিয়ােগ সংক্রান্ত যেকোন পরিবর্তিত সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। মাদকাসক্তদের আবেদন করার প্রয়ােজন নেই।
প্রশিকা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রকে জানতে দেখুন: https://proshikabd.com/
