পিপলস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) | POPI NGO Jobs 2021:নিয়ােগ বিজ্ঞপ্তি পিপল্স ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) পিছিয়ে পড়া জনগােষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ১৯৮৬ সাল থেকে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়ােগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
পদের নামঃ
পদসংখ্যাঃ উল্লেখ নেই
১. কর্মসূচি ব্যবস্থাপক
২. সহকারি কর্মসূচি ব্যবস্থাপক
৩. অডিট অফিসার
৪. শাখা ব্যবস্থাপক
৫. সহকারি শাখা ব্যবস্থাপক
৬. সিনিয়র মাঠ কর্মকর্তা
৭. মাঠ কর্মকর্তা
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতাসমূহ নিচের বিজ্ঞপ্তিতে দেখুন
শর্তাবলীঃ
সকল পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস।
শিক্ষানবিশকালে একক আবাসন সুবিধা (৪-৭ নং পদের জন্য প্রযােজ্য), স্বল্প সুদে মােটর সাইকেল ক্রয়ের ঋণ ও
মােটরসাইকেলের জ্বালানী, রক্ষণাবেক্ষণ ব্যয় (শুধুমাত্র ১, ২ ও ৪ নং পদের জন্য প্রযােজ্য) এবং স্থায়ীকরণের পর বাৎসরিক
ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বছরে দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এছাড়াও লাঞ্চ ভাতা, দূরত্ব ভাতা,
উৎসাহ ভাতা, হাওড় ভাতা, শহর ভাতা (প্রযােজ্য ক্ষেত্রে) প্রদত্ত হবে। সিনিয়র মাঠ কর্মকর্তা/মাঠ কর্মকর্তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা
অর্জন সাপেক্ষে মােটরসাইকেল জ্বালানী খরচ প্রদান করা হয়। মাইক্রোফিন ৩৬০ সফটওয়ার ও MRA এর সনদপ্রাপ্ত সংস্থায়
কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে
অবস্থিত পপি’র কর্মএলাকায় নিয়ােগ দেয়া হবে।
পিপলস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) | POPI NGO Jobs 2021
নিয়ােগের জন্য মনােনীত হলে প্রার্থীদের জামানত বাবদ ৪ নং পদের জন্য ১৫,০০০/- টাকা, ৫ নং পদের জন্য ১৪,০০০/- টাকা
এবং ৬ ও ৭ নং পদের প্রার্থীদের জন্য ১০,০০০/- টাকা জামানত বাবদ প্রদান করতে হবে যা সুদসহ ফেরতযােগ্য। ৬ ও ৭ নং পদে
নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ ফি বাবদ ২,০০০/- টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে। সকল পদের প্রার্থীদেরকে “পিপলস
ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)” একাউন্ট নম্বর-৪৪১৬৪৩৬০০০৯৪৬ (সােনালী ব্যাংক লিঃ, লালমাটিয়া
শাখা) অনুকূলে সােনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে ২০০/- টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনপত্রের সাথে
সংযুক্ত করতে হবে। > শুধুমাত্র মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ ও ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত
হবে। খামের উপরে অবশ্যই পদের নাম ও যে
জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে।
অধ্যয়নরতদের আবেদন করার প্রয়ােজন নেই।
আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের
ফটোকপি, ২ কপি সদ্য তােলা রঙ্গিন ছবি, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির (যাদের মধ্যে একজন শিক্ষক) নাম, ঠিকানা,
মােবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মােবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ৩০/১১/২০২১ তারিখের মধ্যে
উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপল্স ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া,
ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযােগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়ােগ পরীক্ষা গ্রহণ করা
হবে। বিদ্রঃ- উল্লেখ্য যে, উল্লিখিত ঠিকানায় সারা বছর আবেদনপত্র গ্রহণ করা হয় এবং পরীক্ষার মাধ্যমে প্রয়ােজন অনুযায়ী নিয়ােগ দেওয়া হয়।
পিপলস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) | POPI NGO Jobs 2021
