দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ : অতিদরিদ্র সদস্যদের টেকসই এবং সহনশীল জীবিকায়ন নিশ্চিতকরণে অকৃষিজ বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। তাছাড়া কৃষিপ্রধান বাংলাদেশে অধিকাংশ জনগােষ্ঠীর জীবন ও জীবিকার সাথে ওতপ্রােতভাবে জড়িত রয়েছে কৃষি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ু পরিবর্তনজনিত কারণে কৃষিখাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এক্ষেত্রে অতিদরিদ্র সদস্যদের টেকসই জীবিকায়ন নিশ্চিতকল্পে কৃষি কার্যক্রমের পাশাপাশি অকৃষি কার্যক্রমে দক্ষতা উন্নয়ন
এবং দুর্যোগকালীন সময়ে বিকল্প আয়ের সুযােগ সৃষ্টির মাধ্যমে ন্যূনতম নিয়মিত পারিবারিক আয় বজায় রাখতে অকৃষিজ
কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। প্রসপারিটি প্রকল্পের আওতায় এধরনের কর্মকাণ্ড দক্ষতার সাথে পরিচালনা
এবং নতুন প্রযুক্তি ও কারিগরি বিষয়সমূহ হাতেকলমে শিক্ষাদানের মাধ্যমে স্ব-কর্মসংস্থান এবং মজুরীভিত্তিক কর্মসংস্থানের
সুযােগ সৃষ্টির লক্ষ্যে অকৃষিজ খাতে নানাবিধ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে।
২. বাস্তবায়নের উদ্দেশ্য ২.১. অকৃষি বিষয়ক আয়বর্ধনমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে দক্ষতা অর্জন করা; ২.২. স্ব-কর্মসংস্থান এবং
মজুরীভিত্তিক কর্মসংস্থানের সুযােগ তৈরি করা; ২.৩. অতিদরিদ্র সদস্যদের বিকল্প এবং নিয়মিত আয় সৃষ্টিতে সহায়তা করা; ২.৪
প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দ্বারা উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা করা।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
৩. প্রত্যাশিত ফলাফল ৩.১. ক্ষুদ্র ব্যবসা এবং ক্ষুদ্র
উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ধারণা লাভ; ৩.২. ব্যবসা ব্যবস্থাপনার বিভিন্ন দিকসমূহ এবং এর গুরুত্ব সম্পর্কে জ্ঞান অর্জন; ৩.৩.
বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ; ৩.৪. ক্লাস্টার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হওয়া;
৩.৫. হিসাব ব্যবস্থাপনার বিভিন্ন কৌশলসমূহ ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারা। ৪. প্রশিক্ষণার্থী নির্বাচন: প্রশিক্ষণার্থী নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ নিম্নরূপ:
৪.১. উদ্যোগী, দায়িত্বশীল, সুযােগসন্ধানী, ঝুঁকি গ্রহণে সক্ষম ব্যক্তি; ৪.২. প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর ব্যবহার, নৈতিকতা, অতীত চারিত্রিক বৈশিষ্টাবলী, মাদকাসক্ত কিনা প্রভৃতি
বিষয়সমূহ বিশেষভাবে বিবেচনা করতে হবে; ৪.৩. প্রশিক্ষণখাত উপযােগী সক্ষম ব্যক্তি (সদস্য বা তার স্বামী/ছেলে/মেয়ে)। সংশ্লিষ্ট প্রশিক্ষণের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা
আছে কিন্তু আধুনিক উপায় অবলম্বন করে না এমন সদস্যকে অগ্রাধিকার দেয়া; ৪.৪. কর্মক্ষম প্রতিবন্ধী, অস্বচ্ছল প্রবীণ, নারী
প্রধান ব্যক্তি/খানাকে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে; ৪.৫. ভূমিহীন অতিদরিদ্র, দুর্যোগে ক্ষতিগ্রস্ত, বিরূপ ভৌগলিক অঞ্চলে (হাওর বা লবণাক্ত অঞ্চল ইত্যাদি) অবস্থানকারী
অতিদরিদ্র, ক্ষুদ্র নৃগােষ্ঠীর সদস্য; ৪.৬. যেসকল অতিদরিদ্র সদস্যদের অকৃষিজ কর্মকাণ্ডে সামান্য হলেও অভিজ্ঞতা রয়েছে। যেমন: এমন কোন সদস্য যিনি
ইতােপূর্বে এ ধরনের কাজ করেছেন কিন্তু কাঁচামালের অভাব বা বাজারজাতকরণের সমস্যার কারণে অথবা অন্য কোন
