এসিআই মটরসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: এসিআই মটরস, এসিআই এর অন্যতম ক্রমবর্ধমান সহযােগী প্রতিষ্ঠান; যা কৃষি যন্ত্রপাতি: ট্রাক্টর, পাওয়ার টিলার, কম্বাইন হার্ভেস্টার, ডিজেল ইঞ্জিন, পাম্প ইত্যাদি, বাণিজ্যিক যানবাহন, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এবং ইয়ামাহা মােটরসাইকেল বাজারজাত করে থাকে। এসিআই মটরস এর বিক্রয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে যােগ্য প্রার্থীগণকে নিয়ােগ প্রদান করা হবে।
পদঃ মার্কেটিং অফিসার
প্রধান দায়িত্বসমূহঃ
• টেরিটরি ভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন।
• বিক্রয় বৃদ্ধি ও সেবাদানের লক্ষ্যে রুটিন ভিত্তিক কাস্টমার পরিদর্শন।
যােগ্যতাঃ
যে কোন বিষয়ে স্নাতক/মাস্টার্স ডিগ্রী থাকতে হবে ।
পদঃঅ্যাসেসমেন্ট এন্ড রিকভারি অফিসার
প্রধান দায়িত্বসমূহঃ
• কিস্তিতে (হায়ার এন্ড পার্চেজ) ট্রাক্টর বিক্রয়ের জন্য ক্রেতা নির্বাচন এবং কিস্তি সংগ্রহ।
যােগ্যতাঃ
• যে কোন বিষয়ে স্নাতক/ডিগ্রী পাশ এবং ট্রাক্টর কোম্পানীর রিকভারিতে/মাইক্রো ক্রেডিটে ২ বছরের অভিজ্ঞতা অথবা প্রতিরক্ষা
বাহিনীতে চাকুরীর অভিজ্ঞতা (প্রতিরক্ষা বাহিনীতে চাকুরীর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিল করা
হবে)।
এসিআই মটরসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পদঃ সার্ভিস ইঞ্জিনিয়ার
প্রধান দায়িত্বসমূহঃ
• বিক্রয়ােত্তর সেবা প্রদানের মাধ্যমে কাস্টমারের সন্তুষ্টি অর্জন।
যােগ্যতাঃ
• মেকানিক্যাল/পাওয়ার/অটোমােবাইল/ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।
• সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।
বিঃদ্রঃ
* উল্লেখ্য, সকল পদের প্রার্থীকে মােটর সাইকেল চালনায় পারদর্শী এবং বাংলাদেশের যে কোন জায়গায় মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী হতে হবে।
আবেদনের নিয়মাবলীঃ
আগ্রহী প্রার্থীদের সদ্য তােলা ১ কপি পাসপাের্ট সাইজের ছবি সহ CV নিম্নবর্ণিত ঠিকানায় প্রেরণ করার জন্য আহ্বান করা হচ্ছে। এইচ আর ডিপার্টমেন্ট, এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
এসিআই মটরসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিস্তারিত ও মূল সার্কুলার দেখুন এবং ঠিক মতো আবদেন করুনঃ

এসিআই মটরস সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://acimotors-bd.com/
এছাড়াও যেকোন ধরণের নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে পেতে নিয়মিত ভিজিট করুন জবসিটি২৪ ডট কম