এমপিও আপিল আবেদন ফরম ডাউনলোড | MPO Appeal Aplication Form: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির ক্ষেত্রে যেসকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সুপারিশ করা হয়নি সেসকল শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ২০২২ সালে ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভু্ক্ত হয়।
এমপিও আপিল আবেদন ফরম ডাউনলোড | MPO Appeal Aplication Form
শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল নোটিশটিতে যা যা বলা হয়েছে তা হুবুহু তুলে ধরা হলো:
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করার লক্ষ্যে গত ১০.১০.২০২১ থেকে ৩১.১০.২০২১ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করেছে কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০৫.২০২১.১৫৭, তারিখ: ০৬ জুলাই ২০২২, স্মারক নং৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০৫.২০২১.১৫৮, তারিখ: ০৬ জুলাই ২০২২, স্মারক নং-৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০৫.২০২১.১৫৯,
তারিখ: ০৬ জুলাই ২০২২, স্মারক নং-৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০৫.২০২১.১৬০, তারিখ: ০৬ জুলাই ২০২২ এবং স্মারক নং৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০৫.২০২১.১৬১, তারিখ: ০৬ জুলাই ২০২২ এ বর্ণিত তালিকার অন্তর্ভুক্ত হতে পারেনি সেসকল প্রতিষ্ঠান, আগামী ১৫ (পনেরাে) দিনের মধ্যে/ ২১ জুলাই ২০২২ তারিখের মধ্যে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর আপিল আবেদন করতে পারবে।
আপিল আবেদনের ছক এ সঙ্গে যুক্ত করা হলাে। আপিল আবেদনের ছক পূরণ করে সংযুক্তিসহ তার স্ক্যান কপি [email protected] ই-মেইল ঠিকানায় এবং মূল কপি, ডাক বিভাগের মাধ্যমে উপসচিব, বেসরকারি মাধ্যমিক-৩, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কক্ষ নং-১৮১০, ভবন নং-০৬ বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ এ প্রেরণ করতে হবে।
২.০ যেসকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর নাম বর্ণিত ৫টি স্মারকে উল্লেখ করা হয়নি, সেসকল প্রতিষ্ঠানের নাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০৫.২০২১.১৬২, তারিখ: ০৬ জুলাই ২০২২ এ প্রকাশ করা হয়েছে। এ তালিকায়, অযােগ্যতার কারণ ০৬ নং কলামে উল্লেখ করা হয়েছে।
৩.০ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা-২০২১ এর ১৬.৪ এবং ১৬.৫ দফা অনুযায়ী আপিল আবেদনসমূহ নিষ্পত্তি করা হবে।
৪.০ যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলাে।
এমপিও আপিল আবেদন ফরম ডাউনলোড | MPO Appeal Aplication Form pdf

এমপিও আপিল আবেদন ফরম
আবেদনকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপিও তালিকা থেকে বাদ পড়ায় পুনর্বিবেচনার আপিল আবেদন করতে হলে নিচের প্রদত্ত তথ্যসমূহ প্রদান করে আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে।
সচিব
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
বিষয়: আবেদনকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপিও তালিকা থেকে বাদ পড়ায় পুনর্বিবেচনার আপিল আবেদন।
১.০ শিক্ষা প্রতিষ্ঠানের নাম :
(ক) বাংলায়…………………………………………………
(খ) ইংরেজি…………………………………………………
2.0 EIIN নম্বর…………………….
৩.০ ঠিকানা: গ্রাম/পাড়া …………. …………..ডাকঘর ……………………….
উপজেলা/থানা …………………. জেলা ………………………….
৪.০ আবেদনের তারিখ : ……………………….
সুপারিশ হয়নি এমন তালিকায় তার সিরিয়াল নাম্বার : ………………………………
৫.০ ৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০৫.2021.162 সংখ্যক স্মারকের আদেশে ৬নং কলামে এমপিওভুক্ত না হওয়ার কারণ:……………………………………………………………………..
৬.০ সিদ্ধান্ত ভুল প্রমাণের যুক্তি ও প্রমাণক :
ক) প্রমাণক দাখিল করা হয়েছে কিনা (প্রযােজ্য ক্ষেত্রে টিক দিন)?
(হ্যাঁ) 🪗
(না) 🪗
(খ) শিক্ষার্থীর স্বল্পতা সংক্রান্ত “অযােগ্যতার ক্ষেত্রে আবেদেনর সময়ে পর্যাপ্ত শিক্ষার্থীর তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়নসহ দাখিল করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি/স্বীকৃতি “অযােগ্যতার ক্ষেত্রে আবেদনের সময়ের পূর্বে সংশ্লিষ্ট শিক্ষা বাের্ড কর্তৃক প্রদত্ত প্রতিষ্ঠানের স্বীকৃতি/স্বীকৃতি নবায়ন পত্র কাগজপত্র প্রধান শিক্ষক পুনরায় প্রত্যয়নসহ দাখিল করবেন।
(হ্যাঁ) 🪗
(না) 🪗
(গ) জমি সংক্রান্ত “অযােগ্যতার ক্ষেত্রে আবেদনের সময়ে (৩১/১০/২০২১ পর্যন্ত) পর্যাপ্ত জমির নামজারিসহ খাজনা পরিশােধের কাগজপত্র সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পুনরায় প্রত্যয়নসহ দাখিল করতে হবে।
(হ্যাঁ) 🪗
(না) 🪗
ঘ) অন্য কোনাে বিশেষ কারণ থাকলে তৎসংশ্লিষ্ট প্রত্যয়ন দাখিল করতে হবে।
(হ্যাঁ) 🪗
(না) 🪗
কমিটির সভাপতির স্বাক্ষর ও তারিখ প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও তারিখ
👉 আরও পড়ুন: এমপিওভুক্তি থেকে বাতিল হওয়ার কারণসহ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা
এমপিও আপিল আবেদন ফরম ছবি আকারে
