এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১:PKSF ও বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তা প্রাপ্ত এবং এমআরএ কর্তৃক সনদ প্রাপ্ত (সনদ নং : ০০৬৮৪-০২৯০৯-০০২৬৫) ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান “এ্যাডাে” এর শাখা সম্প্রসারনের লক্ষ্যে নিম্নলিখিত পদে যােগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে।
পদ,পদসংখ্যা,বেতন ও শিক্ষাগত যোগ্যতা:
পদের নাম | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
অডিটর এলাকা ব্যবস্থাপক ২৮,০০০-৩০,২০০/- | ০২ জন | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বানিজ্যে মাষ্টার্স |
এলাকা ব্যবস্থাপক ২৮,০০০-৩০,২০০/- | ০৩ জন | স্নাতক/ মাষ্টার্স |
শাখা ব্যবস্থাপক ২৪,০০০-২৬,১০০/- | ১৫ জন | স্নাতক/ মাষ্টার্স |
সহ: শাখা ব্যবস্থাপক ২০,০০০-২২,১০০/- | ২০ জন | স্নাতক/ মাষ্টার্স |
হিসাবরক্ষক ১৯,৫০০-২১,২০০/- | ২০ জন | বিবিএ |
ফিল্ড অফিসার ১৯,০০০-২০,৭০০/- | ৫০ জন | এইচএসসি/স্নাতক অগ্রগন্য |
লিগ্যাল অফিসার (আলোচনা সাপেক্ষে) | ১ জন | স্নাতক/ মাষ্টার্স |
শর্তাবলীঃ
ক) সকল পদের জন্য শিক্ষানবীশকাল ১ বছর এবং সকল পদের প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করে মােটর সাইকেল চালাতে হবে।
(খ) চাকুরী স্থায়ীকরনের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বাৎসরিক ২টি উৎসব বােনাস, বৈশাখী ভাতা, সিপিএফ, গ্রাচ্যুইটি,
ইনক্রিমেন্ট ও কল্যান সুবিধা প্রদান করা হবে।
(গ) ১,২,৩ নং পদের জন্য পিকেএসএফ সহায়তা প্রাপ্ত প্রতিষ্ঠানে স্বপদে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(ঘ) সকল পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ব্যক্তিগত মােটর সাইকেল ব্যবহার করতে হবে।
(ঙ) ১,২,৩,৪,৫ নং পদের জন্য কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এর কাজ জানা আবশ্যক এবং ১,২ নং পদের জন্য
ব্যক্তিগত ল্যাপটপ ব্যবহার করতে হবে।
(চ) সকল পদে চাকুরীতে যােগদানের সময় ফেরতযােগ্য জামানত বাবদ ১(এক) মাসের বেতনের সমপরিমান টাকা এবং সংস্থার
চাহিদা অনুযায়ী কাগজপত্র জমা দিতে হবে।
এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
(ছ) আবেদন পত্রের সাথে সংস্থা বরাবরে ২০০/- টাকার পােষ্টাল অর্ডার, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের
সত্যায়িত ফটোকপি, ০৪ কপি পাসপাের্ট সাইজের ছবি, এন.আই.ডি কার্ডের সত্যায়িত কপি, পূর্ণ জীবন বৃত্তান্ত (মােবাইল নং সহ)
এবং নিজ হস্তে লেখা আবেদন সংযুক্ত করতে হবে।
(জ) আবেদন পত্র আগামী ২৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে নিম্নঠিকানায় সরাসরি/ ডাকযােগে পৌছাতে হবে।
(ঝ) সকল পদের জন্য আগামী ২৬ নভেম্বর, ২০২১ তারিখ বেলা ১০ ঘটিকায় নিম্নলিখিত ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষা
অনুষ্ঠিত হবে।
যে কোন প্রতিকূল পরিস্থিতির কারনে পরীক্ষার সময়সূচী পরিবর্তীত হলে ফোনে জানিয়ে দেয়া হবে।
পরীক্ষায় অংশ গ্রহনের জন্য অন্য কোন চিঠি বা টিএ/ডিএ দেয়া হবে না |
ঠিকানাঃ
নির্বাহী পরিচালক,
অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন “এ্যাডাে”
প্রধান কার্যালয়: বাড়ী নং- ৫৪৬ (২য় তলা), উপজেলা রােড, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
মােবাইলঃ ০১৭১১-১৪৫৩৩৮। ওয়েব সাইটঃ www.ahdobd.org, ই-মেইলঃ [email protected]
বিঃদ্রঃ সংস্থাটির চলমান কর্মসূচী বিস্তার লাভ করায় উপরােক্ত সকল পদে প্যানেল তৈরীর লক্ষ্যে নির্দিষ্ট সময়ের পরেও সারা বছর আবেদন পত্র সংগ্রহ করা হবে।
এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আরো দেখুন: