আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

0
81

আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সাম্প্রতিক প্রকাশিত হয়েছে। বাংলাদশের অন্যতম বড় পিন্ডীভূত ব্যবসায় প্রতিষ্ঠান হল আকিজ গ্রুপ। এই প্রতিষ্ঠানের মধ্যে আছে টেক্সটাইল, তামাক, প্যাকেজিং, ঔষধ, সিরামিক, প্রিন্টিং ও ভোক্তা পন্য সহ আরো অনেক কিছু। আকিজ গ্রুপ প্রতিষ্ঠিত হয় ১৯৪০ সালে শিল্পপতি শেখ আকিজ উদ্দীন কর্তৃক। প্রথম দিকে এই প্রতিষ্ঠান ছিল শুধু মাত্র পাট শিল্প। পরে সিগারেট ও অন্য ব্যবসায়ের অন্যান্য শাখা চালু করা হয়। আরও নতুন চাকরির খবর দেখুন www.jobscity24.com থেকে।

শেখ আকিজউদ্দিন পঞ্চাশন এর দশকে বিড়ি দিয়ে ব্যবসা শুরু করে পরে অন্যান্য খাতে মনোযোগ দেন। ১৯৬০ সালে যশোর এর অভয়নগরে গড়ে তোলেন অত্যাধুনিক চামড়া কারখানা। এটির নাম এসএএফ ইন্ডাস্ট্রিজ। ১৯৬৬ সালে প্রতিষ্ঠা করেন ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রিজ। ১৯৭৪ সালে আকিজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ১৯৮০ সালে আকিজ ট্রান্সপোর্টিং এজেন্সি লিমিটেড। ১৯৮৬ সালে জেস ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নব্বইয় এর দশকে ১৯৯২ সালে গ্রুপটির অধীন গড়ে ওঠে আকিজ ম্যাচ ফ্যাক্টরি লিমিটেড।

আকিজ গ্রুপের চাকরির পদসমূহ

সেলস্ অফিসার (এসও)

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/ অনার্স
অভিজ্ঞতাঃ 0-2 বছরের কাজের অভিজ্ঞতা
বয়সঃ সর্বোচ্চ 32 বছর
চাকরির অবস্থানঃ বাংলাদেশের যেকোনো জায়গায়

সাইট ইঞ্জিনিয়ার

শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতাঃ ন্যূনতম 10 বছরের কাজের অভিজ্ঞতা
মাসিক বেতনঃ 28,000-33,000 টাকা
বয়সঃ সর্বোচ্চ 40 বছর চাকরির
অবস্থানঃ বাংলাদেশের যেকোনো জায়গায়

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট মার্কেটার (মার্কেটিং)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে মাস্টার্স
এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতনঃ 35,000 টাকা।
বয়সঃ সর্বোচ্চ 30 বছর
উচ্চতা এবং ওজনঃ যথাক্রমে 5 ফুট 6 ইঞ্চি এবং 65 কেজি

ট্রেইনি এরিয়া ম্যানেজার

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে মাস্টার্স
অন্যান্য প্রয়োজনীয়তাঃ প্রার্থীকে মোটর সাইকেল চালনায় অভিজ্ঞ হতে হবে
উচ্চতা ও ওজনঃ যথাক্রমে 5 ফুট 5 ইঞ্চি এবং 60 কেজি
মাসিক বেতনঃ 20,000 টাকা কোম্পানির নীতি অনুযায়ী মোটর সাইকেল এবং TA-DA প্রদান করা হবে
বয়সঃ সর্বোচ্চ 32 বছর চাকরির

প্রডাকশন অফিসার

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর
অভিজ্ঞতাঃ নেতৃস্থানীয় কর্মীদের অভিজ্ঞতা এবং অপারেটিং প্রোডাকশন ফাংশন থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন মাসিক বেতনঃ 20,000 টাকা বয়স: 28-33 বছর

আকিজ বিডি ফ্যাক্টরী লিমিটেড নিয়োগ ২০২৩

সময়সীমাঃ ০৭ জানুয়ারি ২০২৩
পদসংখ্যাঃ বিজ্ঞপ্তি দেখুন
অনলাইনে আবেদন করুন নিচে থেকে

আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আকিজ বিডি ফ্যাক্টরী লিমিটেড নিয়োগ ২০২৩

আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আকিজ বিডি ফ্যাক্টরী লিমিটেড নিয়োগ ২০২৩

আকিজ_গ্রুপ চাকরির সার্কুলার ২০২৩

১৯৯৪ সালে আকিজ জুট মিল লিমিটেড। ১৯৯৫ সালে আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড এবং আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড। ১৯৯৬ সালে গড়ে তোলা হয় আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড। ১৯৯৭ সালে আকিজ হাউজিং লিমিটেড। ১৯৯৮ সালে সাভার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অন্যতম প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড গড়ে ওঠে ২০০০ সালে। একই বছর চালু হয় আকিজ অনলাইন লিমিটেড এবং নেবুলা লিমিটেড। ২০০১ সালে আবির্ভূত হয় আকিজ করপোরেশন লিমিটেড এবং আকিজ ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি লিমিটেড। ২০০৪ সালে আকিজ এগ্রো লিমিটেড এবং ২০০৫ সালে আকিজ পেপার মিলস।

কোম্পানির তালিকা

  • আদ-দ্বীন ফাউন্ডেশন
  • অটোমোটিভ ইন্ডাষ্ট্রিজ
  • বিড়ি ফ্যাক্টরি লিমিটেড
  • সিমেন্ট কোম্পানি লিমিটেড
  • সিরামিক কোম্পানি লিমিটেড
  • কম্পিউটার লিমিটেড
  • কর্পোরেশন লিমিটেড
  • ফুড এন্ড বেভারেজ লিমিটেড
  • গ্যাস কোম্পানি লিমিটেড
  • গ্যাস স্টেশন লিমিটেড
  • হোটেল এন্ড রির্সোটস
  • ইন্সটিটিউট অব টেকনোলজি
  • জুট মিলস লিমিটেড
  • ম্যাচ ফ্যাক্টরি লিমিটেড
  • মোটরস
  • পার্টিক্যাল বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  • ফার্মাসিটিউক্যালস লিমিটেড
  • প্রিন্টিং ও প্যাকেজিং লিমিটেড
  • রিয়েল স্টেট লিমিটেড
  • সিকিউরিটিজ লিমিটেড
  • টেক্সটাইল লিমিটেড
  • ওয়াইল্ড লাইফ ফার্ম লিমিটেড
  • জর্দা ফ্যাক্টরি লিমিটেড
  • ঢাকা টোবাকো লিমিটেড
  • এস.এ.এফ ইন্ডাস্ট্রি লিমিটেড
  • আকিজ রাইস মিল ইন্ডাস্ট্রি
  • ফ্লোর মিল ইন্ডাস্ট্রি
  • আকিজ সিরামিক লিমিটেড